৯ম-১০ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
লিওপোল্ড ফন্‌র্ যাংকে
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। প্রথম অধ্যায় ১৮। সঠিক হওয়ার জন্য নিচের কোনটি অধিক উপযোগী? (ক) ঘটনার সঠিক মূল্যায়ন (খ) ঘটনার বস্তুনিষ্ঠ বর্ণনা উপস্থাপন \হ(গ) ঘটনার সঠিক গবেষণা প্রণয়ন (ঘ) ঘটনার নিরপেক্ষ বর্ণনা উপস্থাপন সঠিক উত্তর : (ঘ) ঘটনার নিরপেক্ষ বর্ণনা উপস্থাপন ১৯। ইতিহাসের বিষয়বস্তুর পরিসর কেমন? (ক) ব্যাপক (খ) ক্ষুদ্র (গ) সীমিত (ঘ) বিস্তীর্ণ সঠিক উত্তর : (ক) ব্যাপক ২০। মানবসভ্যতার অগ্রগতির সাথে সাথে কী লেখা হচ্ছে- (ক) অর্থনীতি (খ) অর্থনীতি (গ) সমাজবিজ্ঞান (ঘ) ইতিহাস সঠিক উত্তর : (ঘ) ইতিহাস ২১। ইতিহাস কোন ধরনের? (ক) স্থির (খ) প্রবাহমান (গ) ঘটমান (ঘ) অপরিবর্তনীয় সঠিক উত্তর : (খ) প্রবাহমান ২২। ইতিহাসে ঠাঁই নেই (র) আবেগের (রর) আগ্রহের (ররর) অতিকথনের নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ২৩। মানবসমাজের সভ্যতার বিবর্তনের সত্যনির্ভর বিবরণ কী? (ক) ইতিহাস (খ) উপন্যাস (গ) হিসাব বিজ্ঞান (ঘ) বিজ্ঞান সঠিক উত্তর : (ক) ইতিহাস ২৪। জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ়করণে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত? (ক) ইতিহাস পাঠ (খ) অর্থনীতি পাঠ (গ) সাহিত্য পাঠ (ঘ) সমাজকর্ম পাঠ সঠিক উত্তর : (ক) ইতিহাস পাঠ ২৫। সমাজ ও রাষ্ট্রে বয়ে যাওয়া ঘটনাপ্রবাহকে কী বলে? (ক) ইতিহাস (খ) ইতিহাসের উপাদান (গ) সাহিত্য (ঘ) দর্শন সঠিক উত্তর : (ক) ইতিহাস ২৬। 'প্রকৃত পক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণই ইতিহাস- উক্তিটি কোন ঐতিহাসিকের? (ক) লিওপোল্ড ফন্‌র্ যাংকে (খ) হেরোডোটাস (গ) ড. জনসন (ঘ)র্ যাপসন সঠিক উত্তর : (ক) লিওপোল্ড ফন্‌র্ যাংকে