ঢাবির প্রধান প্রকৌশলী হিসেবে আহমেদুল কবীরের যোগদান

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
আহমেদুল কবীর ১২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৬৪ সালের ২৭ আগস্ট জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দেবীসাউল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ১৯৮০ সালে এসএসসি এবং ১৯৮২ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর তিনি ১১তম বিএমএ লং কোর্সে অফিসার হিসেবে কোর অব ইঞ্জিনিয়ার্সে কমিশন প্রাপ্ত হন। আহমেদুল কবীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং খুলনা ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সার্ভে অব বাংলাদেশের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।