এসএসসি পরীক্ষার প্রস্তুতি
প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। য়
৮৭. কত বছর আগে বহিপীরের প্রথম স্ত্রী মারা যায়?
ক. দশ বছর আগে খ. চৌদ্দ বছর আগে
গ. আঠারো বছর আগে ঘ. বিশ বছর আগে
উত্তর: খ. চৌদ্দ বছর আগে
৮৮. তাহেরাকে বিয়ে করার ব্যাপারে বহিপীরের মনোভাব কেমন ছিল?
ক. সম্পূর্ণরূপে সম্মত খ. মোটামুটি সম্মত
গ. সম্পূর্ণরূপে অসম্মত ঘ. দ্বন্দ্বমুখর
উত্তর: খ. মোটামুটি সম্মত
৮৯. বহিপীর কোন ঘটনাটিকে 'ইমানে গায়ের-মামুলি কান্ড' বললেন?
ক. হাতেম আলির জমিদারি হারানো
খ. তাহেরার সাথে তাঁর বিয়ে হওয়া
গ. তাহেরার পালিয়ে যাওয়া
ঘ. জমিদারের বজরায় আশ্রয় পাওয়া
উত্তর: গ. তাহেরার পালিয়ে যাওয়া
৯০. 'যাহাকে তখনো আমি দেখি নাই'- বহিপীর কার কথা বলেছেন?
ক. তাহেরার সৎমায়ের কথা
খ. তাহেরার চাচাতো ভাইয়ের কথা
গ. তাহেরার চাচার কথা
ঘ. তাহেরার কথা
উত্তর: ঘ. তাহেরার কথা
৯১. "আমার মুরিদের মুখ ভয়ে শুকাইয়া গেল"- কিসের ভয়?
ক. পীরের বদদোয়ার ভয়
খ. কন্যাকে হারানোর ভয়
গ. জমিদারি খোয়ানোর ভয়
ঘ. জীবন হারানোর ভয়
উত্তর: ক. পীরের বদদোয়ার ভয়
৯২. তাহেরার শিক্ষাদীক্ষার ত্রম্নটির জন্য বহিপীর কাকে দায়ী করেন?
ক. নিজেকে খ. তাহেরাকে
গ. তাহেরার বাবা-মাকে
ঘ. তাহেরার শিক্ষককে
উত্তর: গ. তাহেরার বাবা-মাকে
৯৩. তাহেরা ঘর ছেড়ে পালালেও বহিপীর পুলিশে খবর দিতে দিলেন না কেন?
ক. তাহেরাকে মুক্তি দেবেন বলে
খ. জানাজানি হওয়ার ভয়ে
গ. পুলিশের দায়িত্বশীলতা নিয়ে সন্দেহ থাকায়
ঘ. হকিকুলস্নাহ নিষেধ করেছিল বলে
উত্তর: খ. জানাজানি হওয়ার ভয়ে
৯৪. তাহেরা পালিয়ে যাওয়ার পর কে অধীর হয়ে পুলিশে খবর দিতে চেয়েছিল?
ক. তাহেরার বাবা খ. বহিপীর
গ. হকিকুলস্নাহ ঘ. তাহেরার সৎমা
উত্তর: ঘ. তাহেরার সৎমা
৯৫. তাহেরাকে খুঁজতে বহিপীর কোথায় গিয়েছিলেন?
ক. সদরঘাট খ. ডেমরা
গ. সোয়ারি ঘাট ঘ. কদমতলা
উত্তর: ঘ. কদমতলা
৯৬. 'সেই নিশানটি হারাইয়াই তো মুশকিল হয়েছে'- নিশান বলতে কোনটিকে ইঙ্গিত করা হয়েছে?
ক. বিয়ের কাবিননামা খ. তাহেরার ছবি
গ. বিয়ের আংটি ঘ. তাহেরার চাচাতো ভাই
উত্তর: ঘ. তাহেরার চাচাতো ভাই
৯৭. বহিপীরের মতে কারা কখনোই কথা গোপন রাখতে পারে না?
ক. যুবকেরা খ. নাবালকেরা
গ. নারীরা ঘ. ধর্মভীরুরা
উত্তর: গ. নারীরা
৯৮. তাহেরা তার পরিচয় কার কাছে প্রকাশ করেছে বলে বহিপীরের সন্দেহ?
ক. পুলিশের কাছে খ. হাতেম আলির কাছে
গ. হকিকুলস্নাহর কাছে ঘ. খোদেজার কাছে
উত্তর: ঘ. খোদেজার কাছে
৯৯. তাহেরার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বহিপীর প্রথম কার কাছে তথ্য চাইলেন?
ক. হাতেম আলির কাছে খ. খোদেজার কাছে
গ. হাশেম আলির কাছে ঘ. হকিকুলস্নাহর কাছে
উত্তর: ক. হাতেম আলির কাছে
১০০. 'বহিপীর' নাটকে খোদেজা ও হাশেমের দ্বন্দ্ব কোনটিকে ঘিরে?
ক. সম্পত্তি ভাগাভাগি
খ. তাহেরাকে ফিরিয়ে দেওয়া নিয়ে
গ. পীরের সেবা করা নিয়ে
ঘ. ছাপাখানা খোলা নিয়ে
উত্তর: খ. তাহেরাকে ফিরিয়ে দেওয়া নিয়ে
১০১. 'পীরসাহেব, আপনার বিবি আমার সঙ্গেই আছেন'- 'বহিপীর' নাটকে উক্তিটি কার?
ক. হাশেমের খ. হাতেম আলির
গ. খোদেজার ঘ. হকিকুলস্নাহর
উত্তর: গ. খোদেজার
১০২. তাহেরাকে ঘিরে নাটকীয়তার বিষয়টি কাকে স্পর্শ করে না?
ক. তাহেরাকে খ. হাশেমকে
গ. খোদেজাকে ঘ. হাতেম আলিকে
উত্তর: ঘ. হাতেম আলিকে
১০৩. 'বহিপীর' নাটকের প্রথম দৃশ্যটির সময়কাল কোনটি?
ক. সকাল নয়টা খ. দুপুর একটা
গ. বিকেল পাঁচটা ঘ. রাত বারোটা
উত্তর: ক. সকাল নয়টা
১০৪. 'বহিপীর' নাটকটি কত অঙ্কবিশিষ্ট?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
উত্তর: খ. দুই
১০৫. 'বহিপীর' নাটকে বাইরের ঘরের মোড়ার ওপর সমাবিষ্টের মতো কাকে বসে থাকতে দেখা যায়?
ক. হাশেম আলিকে খ. বহিপীরকে
গ. খোদেজাকে ঘ. হাতেম আলিকে
উত্তর: ঘ. হাতেম আলিকে
পরবর্তী অংশ আগামী সংখ্যায়