ঢাবির এমএড কোর্সে ভর্তি শুরু

প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রাক্‌-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক্‌-এমএড) ও প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) কোর্সে শিক্ষার্থী ভর্তি নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ২০ মার্চ, রাত ১১: ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা আইইআর ভবনে ১৮ এপ্রিল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। অনলাইনে ফরম পূরণের সময় ভর্তির আবেদন ফি বাবদ নির্ধারিত ২০০০ (দুই হাজার) টাকা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। প্রাক্‌-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক্‌-এমএড) কোর্সের মেয়াদ ১ সেমিস্টার (৬ মাস)। যাদের বিএড বা সমমানের ডিগ্রি নেই তারা এমএডের পূর্বপ্রস্তুতিমূলক এই কার্যক্রমে আবেদন করতে পারবেন। এ কার্যক্রমের সফল সমাপনের পরে প্রফেশনাল মাস্টার অব এডুকেশন মূল কার্যক্রমে সরাসরি ভর্তি হওয়া যাবে। প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) কোর্সে ৩ সেমিস্টার (১৮ মাস) মেয়াদের। যাদের বিএড বা সমমানের ডিগ্রি আছে, কেবল তারাই এ প্রোগ্রামে/কার্যক্রমে আবেদন করতে পারবেন। প্রাক্‌-প্রফেশনাল মাস্টার অব এডুকেশনে ভর্তিতে আবেদনে নূ্যনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল মাস্টার অব এডুকেশনে ভর্তিতে বিএড (সম্মান) অথবা নূ্যনতম স্নাতক ডিগ্রিসহ বিএড/বিএসএড/ বিপিএড/ডিপ-ইন-এড/ডিপিএড/সি-ইন-এড ডিগ্রি থাকতে হবে। উভয় কার্যক্রমে প্রার্থীদের শিক্ষাজীবনের সব পরীক্ষায় নূ্যনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ-এর ক্ষেত্রে নূ্যনতম ২.৫ থাকতে হবে। শিক্ষাসংশ্লিষ্ট চাকরিরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে; তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসহ আবেদন করতে হবে। ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে।