ইতিহাসের পাতা

ক্যারোলাস লিনিয়াস

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ১৭ জুন ২০১৯, ১০:৫৩

শিক্ষা জগৎ ডেস্ক
ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার: জীবজগতের শ্রেণিবিন্যাসের জনক জন্ম : ১৩ মে ১৭০৭ খ্রি: মৃতু্য : ১০ জানুয়ারি ১৭৭৮খ্রি:
ক্যারোলাস লিনিয়াস হলেন আধুনিক শ্রেণীবিন্যাসের জনক। তিনি প্রখ্যাত সুয়েডিশ উদ্ভিদবিজ্ঞানী, চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানী। লিনিয়াসের জন্ম ১৩ মে ১৭০৭ দক্ষিণ সুইডেনের সামালান্দের এক গ্রামে। তার পিতা নিলস লিনিয়াস এবং মাতা ক্রিস্টিনা ব্রডারসোনিয়া। তিনি 'আধুনিক শ্রেণিবিন্যাসের পিতা" হিসাবে পরিচিত। ক্যারোলাস লিনিয়াসই প্রথম জীবজগৎকে উদ্ভিদ ও প্রাণিকুলে শ্রেণীভাগ করেন। লিনিয়াস উদ্ভিদ ও প্রাণী প্রজাতিগুলোর নামকরণের নৈরাজ্য দূর করে দ্বিপদী নামকরণ চালু করেন। তাঁর প্রবর্তিত নামকরণের পূর্বে বিভিন্ন প্রজাতির বৈজ্ঞানিক নাম ছিল অনেক দীর্ঘ। লিনিয়াস মানুষ প্রজাতির নাম রাখেন হোমো স্যাপিয়েন্স। ক্যারোলাস লিনিয়াস শিক্ষাজীবনের বেশীরভাগ সময়ই কাটিয়েছেন উপসালা ইউনিভার্সিটিতে। ১৭৩০ সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৭৩৫ থেকে ১৭৩৮ সাল পর্যন্ত বিদেশে ছিলেন এবং এ সময়ই নেদারল্যান্ড থেকে তার ঝুংঃবসধ ঘধঃঁৎধব গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। এরপর সুইডেনে ফিরে এসে উপসালাতে উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। ১৭৪০-এর দশকে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর শ্রেণিবিন্যাস করার জন্য তাকে সুইডেনের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। ১৭৫০ ও ৬০-এর দশকে তিনি এই শ্রেণিবিন্যাস চালিয়ে যান এবং ভলিউম ভলিউম বই প্রকাশ করেন। তিনি সাত হাজার ৭০০ প্রজাতির উদ্ভিদ ও চার হাজার ৪০০ প্রাণীর নামকরণ করেন। তিনি স্পিসিস পস্নান্টারাম (১৭৫৩), জেনেরা পস্নান্টারাম (১৭৫৪) ও সিস্টেমা ন্যাচারই (১৭৫৮) বইয়ের লেখক। প্রথম দুটি উদ্ভিদ ও তৃতীয়টি প্রাণীর শ্রেণীবিন্যাস ও নামকরণবিষয়ক। এছাড়া তিনি আধুনিক বাস্তুবিজ্ঞানের জনকদের মধ্যে অন্যতম। ক্যারোলাস লিনিয়াস ১০ জানুয়ারী, ১৭৭৮ সালে ৭০ বছর বয়সে সুইডেনের উপসালা শহরে মৃতু্যবরণ করেন।