জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ১৭ জুন ২০১৯, ১০:৫৫

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কী? উত্তর : শ্রীরামপুর মিশন। প্রশ্ন : কত সালে 'শ্রীরামপুর মিশন' প্রতিষ্ঠিত হয়? উত্তর : ১৮০০ খ্রিস্টাব্দে। প্রশ্ন : বাংলা ছাড়া ব্রাহ্মীলিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে? উত্তর : সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি। প্রশ্ন : বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে? উত্তর : খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে। প্রশ্ন : ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি? উত্তর : পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। প্রশ্ন : ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? উত্তর : খরোষ্ঠী লিপি। প্রশ্ন : ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি? উত্তর : দুটি।