ছুটি শেষে প্রাণবন্ত জাককানইবি

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ১৭ জুন ২০১৯, ১০:৫৬

শিক্ষা জগৎ ডেস্ক য়
গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, পবিত্র রমজান, শবেকদর, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৭ দিনের দীর্ঘ ছুটি শেষে প্রাণবন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাস। দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে আড্ডায় গল্পে নিজেদের আনন্দ উলস্নাস ভাগাভাগি নিয়ে মেতে উঠেছেন। বটতলার সেই চিরচেনা চেহারাটা পরিলক্ষিত হলো। আবেগের মোড়, কেন্দ্রীয় লাইব্রেরি, মুক্তমঞ্চ, ট্রাম্প পুল, শেখ হাসিনা চত্বর, কলাবাগান, চিকনার মোড়, ট্রাইবু্যনালের মোড় সব যেন আবার ফিরে পেয়েছে নিজেদের যৌবন। আবারও শুরু হয় নিত্যদিনের ব্যস্ততা। শিক্ষার্থীদের এই আগমনের ফলে আবাসিক হল এলাকা এখন সার্বক্ষণিক মুখরিত ও প্রাণবন্ত।