৭ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
উনসত্তরের গণ-অভু্যত্থান
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। অধ্যায়-২ ৭. আওয়ামী মুসলিম লীগ তাদের জন্য বরাদ্দকৃত ১৪৩টি আসনের মধ্যে কয়টিতে জয়লাভ করে? ক. ১৪৩ খ. ১৪০ গ. ১৩৯ ঘ. ১৩৮ সঠিক উত্তর : ক. ১৪৩ ৮. পূর্ব বাংলার আইন পরিষদ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল? ক. আওয়ামী মুসলিম লীগ খ. যুক্তফ্রন্ট গ. মুসলিম লীগ ঘ. গণতন্ত্রী পার্টি সঠিক উত্তর : খ. যুক্তফ্রন্ট ৯. ১৯৫৪ সালের পূর্ব বাংলার আইন পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের অন্যতম কারণ হিসেবে তুমি নিচের কোনটিকে সমর্থন করো? ক. অসাম্প্রদায়িক চেতনা খ. নেতাদের জনপ্রিয়তা গ. ২১ দফা কর্মসূচি ঘ. বিভিন্ন মতের ঐকমত্য সঠিক উত্তর : ক. অসাম্প্রদায়িক চেতনা ১০. ১৯৬৬ সালের কত তারিখে লাহোরে বিরোধী দলের সম্মেলন অনুষ্ঠিত হয়? ক. ৫ ফেব্রম্নয়ারি খ. ৭ মার্চ গ. ২ নভেম্বর ঘ. ৬ জুন সঠিক উত্তর : ক. ৫ ফেব্রম্নয়ারি ১১. ঐতিহাসিক ছয় দফা দাবি কত সালে ঘোষিত হয়েছিল? ক. ১৯৬৩ খ. ১৯৬৫ গ. ১৯৬৬ ঘ. ১৯৭০ সঠিক উত্তর : গ. ১৯৬৬ ১২. ছয় দফা আন্দোলনের তাৎপর্য হলো- র. আওয়ামী লীগ প্রতিষ্ঠা রর. বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ ররর. অর্থনৈতিক মুক্তি নিচের কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. রর ও ররর ১৩. কোনটি ছয় দফা দাবির প্রধান দাবি ছিল- ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন খ. ভাষার দাবি গ. স্বতন্ত্র মুদ্রানীতি ঘ. স্বতন্ত্র সামরিক নীতি সঠিক উত্তর : ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন ১৪. আইয়ুব খানের শাসনামলে সবচেয়ে শক্তিশালী আন্দোলন ছিল কোনটি? ক. বায়ান্নর গণ-অভু্যত্থান খ. সাতচলিস্নশের গণ-অভু্যত্থান গ. সত্তরের গণ-অভু্যত্থান ঘ. উনসত্তরের গণ-অভু্যত্থান সঠিক উত্তর : ঘ. উনসত্তরের গণ-অভু্যত্থান ১৫. কয় মাসের মধ্যে আইয়ুববিরোধী আন্দোলন ঢাকা শহর পেরিয়ে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে? ক. তিন মাসের মধ্যে খ. চার মাসের মধ্যে গ. পাঁচ মাসের মধ্যে ঘ. ছয় মাসের মধ্যে সঠিক উত্তর : ক. তিন মাসের মধ্যে ১৬. ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে ভূমিকা ছিল? ক. মৌলিক গণতন্ত্রের খ. সামরিক বাহিনীর গ. বাঙালি জাতীয়তাবাদের ঘ. ভাষাশহীদদের সঠিক উত্তর : ক. মৌলিক গণতন্ত্রের