ইতিহাসের পাতা

সুকুমার রায়

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সুকুমার রায় লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, ছড়াকার, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক জন্ম : ৩০ অক্টোবর ১৮৮৭খ্রি: মৃতু্য : ১০ সেপ্টেম্বর ১৯২৩ খ্রি:
শিক্ষা জগৎ ডেস্ক য় সুকুমার রায় ছিলেন একজন বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, ছড়াকার, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। সুকুমার রায়ের জন্ম ১৮৮৭ সালের ৩০ অক্টোবর, কলকাতায়।। সুকুমার রায়ের পিতা ছিলেন বাংলা শিশুসাহিত্যের উজ্জ্বল রত্ন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী এবং মা বিধুমুখী দেবী। সুকুমার রায় একাধিক গুণের অধিকারী ছিলেন। স্বদেশী আন্দোলনের সময় তিনি বেশ কিছু গান রচনা করেন এবং নিজে সেগুলো গেয়েছেনও। সুকুমার রায় সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। সন্দেশের সম্পাদক থাকাকালে তার লেখা ছড়া, গল্প ও প্রবন্ধ আজও বাংলা শিশুসাহিত্যে মাইলফলক হয়ে আছে। তার উলেস্নখযোগ্য কয়েকটি রচনা হলো: আবোল-তাবোল (১৯২৩), হ-য-ব-র-ল (১৯২৪), পাগলা দাশু (১৯৪০), বহুরূপী (১৯৪৪), খাইখাই (১৯৫০), অবাক জলপান, শব্দকল্পদ্রম্নম, ঝালাপালা আবোল-তাবোল, হেশোরাম হুশিয়ারের ডায়েরি, ভাষার অত্যাচার ইত্যাদি। সুকুমার রায়ের আরও অনেক বিখ্যাত ছড়া আছে। তার মধ্যে 'গোঁফচুরি', 'পঁ্যাচা আর পঁ্যাচানি', 'অবাক কান্ড', 'ন্যাড়া বেলতলায় যায় ক'বার', 'একুশে আইন', 'ভুতুড়ে খেলা', 'মূর্খমাছি', 'জীবনের হিসাব', 'বাপুরাম সাপুড়ে' উলেস্নখযোগ্য। সুকুমার রায় 'হাঁসজারু', 'বকচ্ছপ', 'হাতিমির' মতো অদ্ভুত কাল্পনিক প্রাণীর জন্ম দিয়েছেন তার 'খিচুড়ি' ছড়ায়। সুকুমার রায় 'জীবনী' নামের সিরিজে মহান মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এই সিরিজে রয়েছে ডেভিড লিভিংস্টোন, সক্রেটিস, ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল, গ্যালিলিও, আর্কিমিডিস, ডারউইন, লুই পাস্তুর, জোয়ান অব আর্ক বা কলম্বাস প্রমুখ ব্যক্তিত্বের জীবনী। ১০ সেপ্টেম্বর ১৯২৩ খ্রিস্টাব্দে কালাজ্বরে আক্রান্ত হয়ে মাত্র ৩৭ বছর বয়সে সুকুমার রায় মৃতু্যবরণ করেন।