জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : খ্রিস্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? উত্তর : সম্রাট অশোক। প্রশ্ন : বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? উত্তর : কুটিল লিপি। প্রশ্ন : কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়? উত্তর : সেন যুগে। প্রশ্ন : কোন কোন লিপির ওপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান? উত্তর : উড়িষ্যা মৈথিলি ও আসামি লিপির ওপর। প্রশ্ন : বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে? উত্তর : সাময়ীক পত্র। প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কী? উত্তর : চর্যাপদ। প্রশ্ন : চর্যাপদ রচনা করেন কারা? উত্তর : বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।