প্রাণ ফিরে পেল সিকৃবির ক্যাম্পাস

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
টানা ২৩ দিন বন্ধের পর ১৬ জুন খুলেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ফিরতে শুরু করছে ক্যাম্পাসে। ছাত্রছাত্রীদের আগমনে ইতোমধ্যে প্রাণবন্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দীর্ঘ ছুটি শেষে আবারও ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত শিক্ষাঙ্গন। পবিত্র ঈদুল ফিতর, জুমাতুল বিদা, শবে কদর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২৬ মে হতে ১৩ জুন পর্যন্ত ছুটির ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকলেও জরুরি সেবাসমূহ চালু থাকে। ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় রবিবার থেকে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ে সব বিভাগে যাথাররীতি ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও আগের মতোই চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন এখন শিক্ষার্থীদের নিয়ে ছেড়ে যায় গন্তব্যস্থলে। সবকিছু মিলে ঈদের ছুটির মধ্যে শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস আবার শিক্ষার্থীদের পদচারণায় নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে।