জাবিতে ঈদ উত্তর পুনর্মিলনী অনুষ্ঠান

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমুল বদলে দেয়ার যে প্রকল্প গ্রহণ করেছেন, তা বাস্তবায়ন করে এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে।' ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' কর্তৃক আয়োজিত ঈদ উত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য একথা বলেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান। অধ্যাপক ড. এ এ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন, সাবেক প্রো-উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী প্রমুখ।