৯ম-১০ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
ফারাও খুফুর পিরামিড
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। দ্বিতীয় অধ্যায় ১৭। ফারাওদের ক্ষেত্রে গ্রহণযোগ্য- (র) ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী (রর) তারা নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করত (ররর) ফারাওয়ের ছেলে হতো উত্তরাধিকারসূত্রে ফারাও। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৮। হরোপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত হিসেবে নিচের কোনটি সবচেয়ে যুক্তিযুক্ত? (ক) গুদাম ঘর (খ) স্নানাগার (গ) গোলাঘর (ঘ) বৃহদাকার শ্যামাগার সঠিক উত্তর : (ঘ) বৃহদাকার শ্যামাগার ১৯। সিন্ধুসভ্যতার ঘরবাড়ি কীভাবে তৈরি হয়েছিল? (ক) মাটি দিয়ে (খ) ইট দিয়ে (গ) পাথর দিয়ে (ঘ) টিন দিয়ে সঠিক উত্তর : (খ) ইট দিয়ে ২০। মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কী? (ক) ফারাও খুফুর পিরামিড (খ) অজয়াদের পিরামিড (গ) স্বর্ণদেবীর পিরামিড (ঘ) বৌদ্ধদের পিরামিড সঠিক উত্তর : (ক) ফারাও খুফুর পিরামিড ২১। সিন্ধু সভ্যতার যুগে কিসের শ্রেণিবিভাগ ছিল? (ক) পরিবারের (খ) পাড়ার (গ) মহলস্নার (ঘ) সমাজের সঠিক উত্তর : (ঘ) সমাজের ২২। আদিম যুগের মানুষ- (র) কৃষিকাজ জানত না (রর) কম্পিউটার পারদর্শী ছিল (ররর) বনে বনে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ২৩। সিন্ধু সভ্যতার ব্যবহৃত বাটখারাগুলো কিসের তৈরি ছিল? (ক) পাথর (খ) লোহা (গ) পিতল (ঘ) কাঠ সঠিক উত্তর : (ক) পাথর ২৪। কে গ্রিসের বিখ্যাত ভাস্কর্য? (ক) ক্যারণ (খ) জিনিয়াস (গ) মাইরন (ঘ) লাইসাস সঠিক উত্তর : (গ) মাইরন ২৫। প্রথম দিকে রোম কয়জন রাজার শাসনাধীন ছিল? (ক) একজন (খ) দুজন (গ) পাঁচজন (ঘ) সাতজন সঠিক উত্তর : (ক) একজন ২৬। সিন্ধু সভ্যতা কিসের সমসাময়িক? (ক) প্রাচীন সভ্যতার (খ) গ্রিক সভ্যতার (গ) মিশরীয় সভ্যতার (ঘ) চৈনিক সভ্যতার সঠিক উত্তর : (ক) প্রাচীন সভ্যতার