হাবিপ্রবিতে কর্মশালা

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পলস্নী উন্নয়ন একাডেমির (আরডিএর) উদ্যোগে 'পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও বিস্তার এবং ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পে'র আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফারুক হাসানের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শামীম আশরাফ। কর্মশালায় পলস্নী উন্নয়ন একাডেমি, বগুড়ার সহকারী পরিচালক মো. আশরাফুল আলমের সঞ্চালনায় প্রকল্পের মূল প্রবন্ধ উপাস্থাপন করেন পলস্নী উন্নয়ন একাডেমির কৃষি বিজ্ঞান বিভাগের পরিচালক আব্দুলস্নাহ আল মামুন। কর্মশালায় ৬টি জেলার অন্তর্গত (দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম) প্রকল্পের নির্ধারিত সাইট থেকে সর্বমোট ৪০ জন প্রতিনিধি ছাড়াও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষকরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।