জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

প্রকাশ | ২০ জুন ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
পরমাণুর গঠন
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো পঞ্চম অধ্যায় ৭৭। ঘামে কী থাকে? উত্তর : পানির সঙ্গে লবণ ও সামান্য কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর বা অপ্রয়োজনীয় পদার্থ ৭৮। মূত্র তৈরির কারখানা বলা হয় কাকে? উত্তর : বৃক্ককে ৭৯। বৃক্ক কোথায় থাকে? উত্তর : দেহের পিছনের দিকে মেরুদন্ডের দুইপাশে ৮০। ছাকনির মতো কাজ করে- উত্তর : বৃক্ক ৮১। আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো এসিডকে ভেঙে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে- উত্তর : যকৃত ৮২। রক্ত থেকে ক্ষতিকর পদার্থ ছেকে নেয়- উত্তর : বৃক্ক ৮৩। দেহের ক্ষতিকর পদার্থসমূহ পানির সাথে মিশে কোন বর্ণের মূত্র তৈরি করে? উত্তর : হালকা হলুদ বর্ণের ৮৪। মলদ্বারের মতো মূত্রথলির দ্বারেও যে সংকোচন ও প্রসারণ পেশি থাকে তাকে কী বলে? উত্তর : মূত্রপথ ৮৫। মেরুরজ্জুর ভিতরে কী থাকে? উত্তর : ধূসর পদার্থ ৮৬। মেরুরজ্জুর বাইরে কী থাকে? উত্তর : শ্বেত পদার্থ ৮৭। হৃৎপিন্ড, ফুসফুস, ক্ষরণকারী গ্রন্থি ইত্যাদি কোন স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়? উত্তর : স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা ষষ্ঠ অধ্যায় ১। পদার্থ কী দ্বারা গঠিত? উত্তর: ক্ষুদ্র কণা ২। ক্ষুদ্র কণা কয় ধরনের ও কী কী? উত্তর: ২ ধরনের। যথা - অণু ও পরমাণু ৩। সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে কে মতবাদ পোষণ করেন? উত্তর: ডেমোক্রিটাস ৪। ডেমোক্রিটাস কোন দেশীয় দার্শনিক? উত্তর: গ্রিক ৫। ডেমোক্রিটাস কত অব্দে পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন? উত্তর: খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে ৬। পরমাণু কাকে বলে? উত্তর: পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। ৭। সব পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। - মতবাদটি কার? উত্তর: গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের ৮। ক্ষুদ্রতম কণার নাম পরমাণু বা এটম দেন কে? উত্তর: ডেমোক্রিটাস ৯। কত সালে জন ডাল্টন পরমাণু মতবাদ দেন? উত্তর: ১৮০৩ সালে ১০। ডাল্টনের পরমাণু মতবাদটি লিখ। উত্তর: পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং এক আর ভাঙা যায় না। ১১। পরমাণু কী দ্বারা গঠিত? উত্তর: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন ১২। পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ডের মতবাদটি লিখ। উত্তর: পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি আরও ব্যাখ্যা দেন, পরমাণুর বেশির ভাগ জায়গা ফাঁকা, আর ঋণাত্মক আধারযুক্ত কণার তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। ১৩। কার পরমাণু মডেল সৌরজগতের মতো? উত্তর: রাদারফোর্ডের ১৪। কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কী ব্যবহার করা হয়? উত্তর: প্রোটনের সংখ্যা