৯ম-১০ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

প্রকাশ | ২০ জুন ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
রোমান সভ্যতা স্থায়ী ছিল-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। দ্বিতীয় অধ্যায় ২৭। বিজ্ঞানী সেলসাস কিসের ওপর বই লেখেন? (ক) অর্থনীতির ওপর (খ) শিল্পের ওপর (গ) চিকিৎসা বিজ্ঞানের ওপর (ঘ) কৃষির ওপর সঠিক উত্তর : (গ) চিকিৎসা বিজ্ঞানের ওপর ২৮। স্পার্টা রাষ্ট্র ছিল? (ক) সামরিক রাষ্ট্র (খ) রাজতান্ত্রিক রাষ্ট্র (গ) প্রজাতান্ত্রিক রাষ্ট্র (ঘ) গণতান্ত্রিক রাষ্ট্র সঠিক উত্তর : (ক) সামরিক রাষ্ট্র ২৯। সিন্ধু সভ্যতার বিভিন্ন আকৃতির বাটখারা পাওয়া যায় এ তথ্য থেকে কী প্রমাণিত হয়? (ক) তার গতি পরিমাপ পদ্ধতির উদ্ভাবক (খ) তারা হস্তশিল্প হিসেবে বাটখারা তৈরি করত \হ(গ) বাটখারা তৈরি তাদের পেশা ছিল (ঘ) তারা দ্রব্যের ওজন পদ্ধতির উদ্ভাবক সঠিক উত্তর : (ঘ) তারা দ্রব্যের ওজন পদ্ধতির উদ্ভাবক ৩০। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে কারা? (ক) মিশরীয়রা (খ) গ্রিকরা (গ) রোমানরা (ঘ) সিন্ধুর আধিবাসীরা সঠিক উত্তর : (খ) গ্রিকরা ৩১। রোমান সভ্যতা কত বছর স্থায়ী ছিল? (ক) প্রায় ছয়শত বছর (খ) প্রায় সাতশত বছর (গ) প্রায় আটশত বছর (ঘ) প্রায় নয়শত বছর সঠিক উত্তর : (ক) প্রায় ছয়শত বছর ৩২। মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? (ক) ব্যাবিলনীয় (খ) সুমেরীয় (গ) অসিরীয় (ঘ) ক্যালডীয়। সঠিক উত্তর : (ক) ব্যাবিলনীয় ৩৩। কয়টি স্তরের মাধ্যমে হায়রোপিস্নফিকের উত্তরণ হয়? (ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি সঠিক উত্তর : (গ) তিনটি ৩৪। সিন্ধু উপত্যকার নগরগুলো কেমন ছিল? \হ(ক) এককেন্দ্রিক (খ) প্রজাতান্ত্রিক (গ) নিয়মতান্ত্রিক (ঘ) শাসনতান্ত্রিক