জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২০ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? উত্তর : ব্রাহ্মী লিপি। প্রশ্ন : ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কী কী? উত্তর : দুটি ক. খরোষ্ঠী, খ. ব্রাহ্মী। প্রশ্ন : ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলে? উত্তর : ব্রাহ্মী লিপি। প্রশ্ন : চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন? উত্তর : অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যয়। প্রশ্ন: আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কী? উত্তর : চর্যাগীতি কোষ। প্রশ্ন : চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি? উত্তর : ১১ সংখ্যক পদ। প্রশ্ন : চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ণ পাওয়া যায়নি? উত্তর : ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ।