ইবিতে রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারের উদ্বোধন

প্রকাশ | ২০ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে। ১৮ জুন প্রশাসন ভবন সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন উর রশীদ আসকারী এ রেজাল্ট প্রসেসিং সফটওয়্যার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যেখানে যত বেশি কাগজ নির্ভরতা সেখানে তত বেশি দুর্নীতির সুযোগ থাকে। ইসলামী বিশ্ববিদ্যালয় একদিন বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মতো কাগজবিহীন বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। তিনি বলেন, আমরা এখন আন্তর্জাতিকীকরণের পথে রয়েছি এবং রেজাল্ট প্রসেসিং সফটওয়্যার এই আন্তর্জাতিকীকরণের পথে একটি সিঁড়ি। রেজাল্ট প্রসেসিং সফটওয়্যার প্রস্তুত কমিটির আহ্বায়ক এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সফটওয়্যারটি কীভাবে কাজ করবে অনুষ্ঠানের শুরুতে তিনি তা তুলে ধরেন। তিনি জানান, সফটওয়্যারটি তৈরির ক্ষেত্রে নিরাপত্তার দিকটিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এবং এটি ইউজার ফ্রেন্ডলি হবে। সফটওয়্যারটির ব্যবহার নিয়ে আগামীতে প্রশিক্ষণ কর্মশালারাও আয়োজন করা হবে বলে তিনি অবহিত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা। এ ছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিনরা, সভাপতিরা, অফিসপ্রধানরা প্রমুখ উপস্থিত ছিলেন।