ইউজিসির সঙ্গে বেরোবির চুক্তি

প্রকাশ | ২১ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (টএঈ) সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন ইউজিসির মিলনায়তনে ২০১৯-২০ অর্থবছরের জন্য এই চুক্তি স্বাক্ষর হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফবিউসি, পিএসসি (অব.) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষে কমিশনের সচিব ড. মো. খালেদ এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউলস্নাহ, বিএনসিসিও, ইউজিসির সম্মানীত সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী, প্রফেসর ড. সাজ্জাদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ফোকাল পার্সন হিসেবে পিএস টু ভিসি ও ডেপুটি রেজিস্ট্রার মো. আমিনুর রহমান।