জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়লে তা আবার ভূ-পৃষ্ঠে ফিরে আসে কেন?

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
সপ্তম অধ্যায় ২০। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে কী বলে? উত্তর : অভিকর্ষ ২১। পৃথিবী এবং তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? উত্তর : অভিকর্ষ ২২। অভিকর্ষকে এক বিশেষ ধরনের কী বলা হয়? উত্তর : মহাকর্ষ ২৩। পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? উত্তর : অভিকর্ষ ২৪। একটি ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়লে তা আবার ভূ-পৃষ্ঠে ফিরে আসে কেন? উত্তর : অভিকর্ষ বলের কারণে ২৫। গাছের ফল মাটিতে পড়ে কিসের কারণে? উত্তর : অভিকর্ষ বলের কারণে ২৬। বল প্রযুক্ত হলে কোনো বস্তুর কী বৃদ্ধি পায়? উত্তর : বেগ ২৭। বল প্রযুক্ত হলে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে কী বলে? উত্তর : ত্বরণ ২৮। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর কী হয়? উত্তর : ত্বরণ ২৯। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর যে ত্বরণ হয় তাকে কী বলে? উত্তর : অভিকর্ষজ ত্বরণ ৩০। অভিকর্ষজ ত্বরণের অপর নাম কী? উত্তর : মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৩১। বেগ বৃদ্ধির হারকে কী বলে? উত্তর : ত্বরণ ৩২। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে? উত্তর : অভিকর্ষজ ত্বরণ ৩৩। অভিকর্ষজ ত্বরণকে কী দ্বারা প্রকাশ করা হয়? উত্তর : ম দ্বারা ৩৪। অভিকর্ষজ ত্বরণ কী? উত্তর : এক প্রকার ত্বরণ ৩৫। অভিকর্ষজ ত্বরণের একক কী? উত্তর : মিটার/সেকেন্ড ২ ৩৬। অভিকর্ষ বল = কী? উত্তর : ভর অভিকর্ষজ ত্বরণ ৩৭। অভিকর্ষজ ত্বরণ বস্তুর কিসের ওপর নির্ভর করে না? উত্তর : ভরের ওপর ৩৮। অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে কিসের ওপর নির্ভর করে? উত্তর : বস্তুর দূরত্বের ওপর ৩৯। কিসের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়? উত্তর : অভিকর্ষজ ত্বরণের ৪০। অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন অঞ্চলে কী রকম হয়? উত্তর : বিভিন্ন রকম ৪১। পৃথিবীর ব্যাসার্ধ জ হলে ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : ৪২। পৃথিবীর আকৃতি কেমন? উত্তর : সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা ৪৩। ভূ-পৃষ্ঠের সর্বত্র অভিকর্ষজ ত্বরণের মান কী রকম? উত্তর : সমান নয় ৪৪। কোথায় অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি? উত্তর : মেরু অঞ্চলে ৪৫। মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি কেন? উত্তর : মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে ৪৬। মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তর : ৯.৮৩২ মিটার/ সেকেন্ড ২ ৪৭। কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম? উত্তর : বিষুব অঞ্চলে ৪৮। বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম কেন? উত্তর: মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে পৃথিবীর ব্যাসার্ধের মান বেশি বলে ৪৯। বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তর : ৯.৭৮ মিটার / সেকেন্ড ২ ৫০। ক্রান্তীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তর : ৯.৮০৬৬৫ মিটার / সেকেন্ড ২ ৫১। হিসাবের সুবিধার জন্য অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কত ধরা হয়? উত্তর : ৯.৮ মিটার/সেকেন্ড ২ বা ৯.৮১ মিটার/সেকেন্ড ২। ৫২। ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তর : ৯.৮ মিটার/সেকেন্ড ২ বা ৯.৮১ মিটার/সেকেন্ড ২