ড্যাফোডিলে 'এমসিটি ক্যারিয়ার এক্সপো'

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগের আয়োজনে দিনব্যাপী 'এমসিটি ক্যারিয়ার এক্সপো-২০১৯' অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ক্যারিয়ার এক্সপোর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য চিত্রশিল্পী ও বাংলাদেশ টেলিভিশন এবং শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মুস্তাফা মনোয়ার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগের প্রধান ড. শেখ মুহাম্মদ আলায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যারিয়ার এক্সপোতে দেশের শীর্ষস্থানীয় দশটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। উদ্বোধন শেষে মন্ত্রী ও অন্য অতিথিরা শিক্ষার্থীদের প্রদর্শিত স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে 'আইআর ফোর পয়েন্ট জিরো চ্যালেঞ্জ অ্যান্ড ক্যারিয়ার প্রসপেক্ট' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এমসিটি বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ আহমেদ।