শিশুশিক্ষা আধুনিক ও ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
আন্তর্জাতিক খ্যাতি ও মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত সম্পূর্ণ ডিজিটাইলাইসড শিশুশিক্ষা প্রতিষ্ঠান বিকস স্কুলটি ব্রিটিশ কাউন্সিলের করপোরেট সদস্যপ্রাপ্ত এবং ব্রিটিশ কাউন্সিলের কারিকুলাম অনুযায়ী পাঠদানে এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে ইংরেজি মাধ্যমে শিশুশিক্ষা দিয়ে চলেছে। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আওতায় বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে প্রচুর খ্যাতি অর্জন করেছে এ প্রতিষ্ঠান বিকস। ব্রিটিশ ও ভূঁইয়া ইন্টারন্যাশনাল কিডস স্কুলের (বিকস) ১৫তম বর্ষ উপলক্ষে ২৩ জুন এক বর্ণাঢ্য আনন্দঘন অনুষ্ঠানমালা টিকাটুলি ক্যাম্পাসে আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, কবিতা পাঠ, নাচ, গান এবং আন্তঃস্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের সাবেক ও বিকসের শিক্ষা উপদেষ্টা প্রফেসর গোপিনাথ কর্মকার, বিকসের প্রতিষ্ঠান প্রিন্সিপাল ডা. সিরাজুল আলম ভূঁইয়া। উলেস্নখ্য, ২০০৪ সালের ১ সেপ্টেম্বরে এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রফেসর মোহাম্মদ জুনাইদ, পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা।