বাকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উপলক্ষে পরিবেশ বিজ্ঞান বিভাগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বৃক্ষরোপন ও বর্ণাঢ্যর্ যালির আয়োজন করে। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ছিল, বায়ুদূষণ: আসুন বায়ুদূষণ রোধ করি। বৃক্ষরোপণ ও বর্ণাঢ্যর্ যালির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান বিভাগ, বাকৃবির বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. বদিউজ্জামান খান। অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।