প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
শিলাবৃষ্টি হওয়ার কারণ-
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান \হথেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো অধ্যায়-৩ ১৮. কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের বৃষ্টির কারণ কোনটি? উত্তর : মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়া ১৯. আমরা আকাশে মেঘ দেখি। এগুলো আসলে কী? উত্তর : ক্ষুদ্র পানিকণা ২০. জলীয় বাষ্প বায়ুমন্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে যায়। তারপরে এটি কীসে পরিণত হয়? উত্তর : ক্ষুদ্র পানিকণা ২১. নদ-নদী, খাল-বিল, পুকুর ও সমুদ্রে পানি থাকে। এ পানিকে জলীয় বাষ্পে পরিণত করে কোনটি? উত্তর : সূর্যতাপ ২২. তানিসা জানালা দিয়ে দেখল, আকাশে ঘন মেঘ করেছে। এই মেঘের সৃষ্টি কোনটি থেকে? উত্তর : জলীয় বাষ্প ২৩. শিক্ষক ক্লাসে একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছেন, যেটি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমন্ডলে চক্রাকারে আবর্তিত হয়। শিক্ষকের আলোচিত প্রক্রিয়াটির নাম কী? উত্তর : পানিচক্র ২৪. পানিদূষণের জন্য নিচের কোন গ্রম্নপের কারণগুলো দায়ী? উত্তর : সার, কীটনাশক ও রাসায়নিক পদার্থ ২৫. পানিদূষণ প্রতিরোধের উপায় কোনটি? উত্তর : জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার ২৬. বিভিন্ন কারণে পানি দূষিত হয়। এর মধ্যে নিচের কোনটি পানিদূষণের কারণ হতে পারে? উত্তর : ময়লা কাপড় কাচা ২৭. গ্রামের অনেক মানুষ পুকুরে গোসল করে। পুকুরের এ পানি পান করলে কোন রোগটি হতে পারে? উত্তর : পেটের পীড়া ২৮. রনি তার গ্রামে পানিদূষণ বাড়ছে দেখে দূষণ প্রতিরোধের পদক্ষেপ হাতে নেন। রনির দূষণ প্রতিরোধের পদক্ষেপ কোনটি হতে পারে? উত্তর : কীটনাশকের ব্যবহার কমানো ২৯. গনি মিয়া তার গবাদি পশুগুলোকে নিয়মিত পুকুরে গোসল করান। এতে কোনটি ঘটবে? উত্তর : খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে ৩০. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী? উত্তর : দূষিত পানি ৩১. তোমার এলাকায় প্রায়ই ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এমন পরিস্থিতিতে তুমি এলাকাবাসীকে নিয়ে কী করবে? উত্তর : পানিদূষণের কারণ ও ফলাফল জানবে ৩২. প্রতিকূল পরিবেশে তুমি তোমার পরিবারের জন্য নিরাপদ পানি না-ও পেতে পারো। এ পরিস্থিতি মোকাবেলায় তুমি কী ধরনের প্রস্তুতি নেবে? উত্তর : পানি শোধনের প্রক্রিয়া রপ্ত করবে ৩৩. বালু ও কাদাযুক্ত পানিকে কোন প্রক্রিয়ায় সম্পূর্ণ নিরাপদ করা যায়? উত্তর : থিতানো-ফোটানো ৩৪. ঘূর্ণিঝড়ের সময় পানি শোধন করার সর্বোত্তম উপায় কোনটি? উত্তর : রাসায়নিক পদার্থ মিশিয়ে ৩৫. বন্যার সময় যখন নিরাপদ পানি পাওয়া যায় না, তখন কী মিশিয়ে পানি নিরাপদ করা যায়? উত্তর : ফিটকিরি ৩৬. তোমার গ্রামে খাওয়ার পানির জন্য যদি শুধু নদী ও পুকুরের ওপর নির্ভর করতে হয়, এ অবস্থায় তুমি কীভাবে পানি পান করবে? উত্তর : ১৫ মিনিট ফিল্টার করে পান করবে ৩৭. নিঝুর ভাই ডায়রিয়ায় ভুগছে। তার খাওয়ার জন্য স্যালাইন তৈরিতে নিঝু কোন পানি ব্যবহার করবে? উত্তর: ফোটানো পানি ৩৮. তোমার এলাকায় প্রবল বন্যা হচ্ছে। তুমি কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করবে? উত্তর: বোরিক পাউডার ৩৯. মাইশা কলসিতে পানি রেখে তাতে থাকা বালু, কাদা ইত্যাদি সরিয়ে ফেলে। মাইশার এ প্রক্রিয়াটির নাম কী? উত্তর: থিতানো ৪০. আলফিদার মা ধরে রাখা বৃষ্টির পানি একটি পাতলা কাপড়ে ছেঁকে নেন। এ পদ্ধতির নাম কী? উত্তর: ছাঁকন