৯ম-১০ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
আদিমযুগের মানুষ পশু শিকার করত-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। দ্বিতীয় অধ্যায় ৩৯। উদ্দীপকের সঙ্গে যে সভ্যতার মিল রয়েছে সে সভ্যতা অবসান ঘটার কারণ কোনটি? (ক) বন্যা ও বিদেশি আক্রমণ (খ) ভূমিকম্প (গ) রাজার মৃতু্য (ঘ) আগ্নেয়গিরি সঠিক উত্তর : (ক) বন্যা ও বিদেশি আক্রমণ ৪০। উক্ত সভ্যতার লোকেরা করেছিল- (র) প্রথম বিজ্ঞানচর্চার সূত্রপাত (রর) বর্ণমালার আবিষ্কার (ররর) প্রাচীন অলিম্পিকের প্রবর্তক নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ৪১। ফারাও কিসের মতো শক্তিশালী? (ক) সিংহের (খ) বাঘের (গ) হায়নার (ঘ) মহিষের \হসঠিক উত্তর : (ক) সিংহের ৪২। গ্রিক সমাজে রাষ্ট্রের নির্দেশে কারা ধর্মীয় দায়িত্ব পালন করতেন? (ক) পীরেরা (খ) ফাদাররা (গ) পাদ্রিরা (ঘ) পুরোহিতরা সঠিক উত্তর : (ঘ) পুরোহিতরা ৪৩। সক্রেটিসের শিষ্য ছিলেন কে? (ক) পেস্নটো (খ) আইনস্টাইন (গ) ম্যাকাইভার (ঘ) রুশো সঠিক উত্তর : (ক) পেস্নটো ৪৪। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে সমর্থনযোগ্য হলো- (র) বই আবিষ্কার (রর) লিপি আবিষ্কার (ররর) অক্ষর আবিষ্কার নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ৪৫। সূর্যদেবতার নামের ক্ষেত্রে কোনটি অধিক যুক্তিযুক্ত? (ক) এনট (খ) এটন (গ) এলন (ঘ) এজন সঠিক উত্তর : (খ) এটন ৪৬। নীলনদ না থাকলে মিশর কীসে পরিণত হতো? (ক) মরুভূমিতে (খ) উন্নত রাষ্ট্রে (গ) মিঠা পানির দেশে (ঘ) বরফে সঠিক উত্তর : (ক) মরুভূমিতে ৪৭। আদিমযুগের মানুষ কীভাবে পশু শিকার করত? (ক) বালামের অস্ত্র দিয়ে (খ) কাঠের অস্ত্র দিয়ে (গ) পাথরের অস্ত্র দিয়ে (ঘ) বাঁশের অস্ত্র দিয়ে সঠিক উত্তর : (গ) পাথরের অস্ত্র দিয়ে