জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
লিফটের চেন ছিঁড়ে গেলে একজন লোকের ওজন-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো সপ্তম অধ্যায় ৯১। লিফটের চেন ছিঁড়ে যাওয়ায় লিফটে দাঁড়ানো একজন লোকের ওজন হবে? উত্তর : শূন্য ৯২। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন বিষুবীয় অঞ্চলে কত? উত্তর : ৯.৭৮ নিউটন ৯৩। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন ক্রান্তীয় অঞ্চলে কত? উত্তর : ৯.৭৯ নিউটন ৯৪। বস্তুর ভর বেশি হলে বস্তুর ওজনের কী পরিবর্তন হয়? উত্তর : ওজন বেশি হয় ৯৫। যে সকল যন্ত্র দিয়ে ওজন মাপা যায় সেগুলো দিয়ে আর কী মাপা যায়? উত্তর : ভর ৯৬। স্প্রিং নিক্তি অনেক সময় কোন এককে দাগাঙ্কিত থাকে? উত্তর : কিলোগ্রাম এককে ৯৭। বৈজ্ঞানিক হিসাব-নিকাশের সময় ওজন কোন এককে পরিমাপ করতে হবে? উত্তর : নিউটন এককে ৯৮। বস্তুর মৌলিক ধর্ম নয় কী? উত্তর : বস্তুর ওজন ৯৯। স্থানভেদে বস্তুর কী পরিবর্তন হয়? উত্তর : বস্তুর ওজন ১০০। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? উত্তর : শূন্য ১০১। কোনো বস্তুর ভর কী? উত্তর : মৌলিক রাশি ১০২। পৃথিবীর আহ্নিক গতির জন্য ওজনের কী পরিবর্তন ঘটে? উত্তর : ওজন বৃদ্ধি পায় ১০৩। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ কী হবে? উত্তর : সুষম ত্বরণ ১০৪। কোনো বস্তুর ওজন ৯.৮১ নিউটন হলে তার ভর কত? উত্তর : ১ কেজি ১০৫। কোনো বস্তুর ওজন ১৯.৬২ হলে তার ভর কত? উত্তর : ২ কেজি ১০৬। ভর ও ওজনের মধ্যে কোনটি পরিবর্তন হয় না উত্তর : ভর ১০৭। পৃথিবীর কেন্দ্রে ১০ কেজি ভরের বস্তুর ওজন কত? উত্তর : শূন্য ১০৮। বস্তুর ওজন কিসের ওপর নির্ভর করে না? উত্তর : বস্তুর ভরের ওপর ১০৯। বস্তুর ওপর পৃথিবীর কোথায় কোনো আকর্ষণ থাকবে না? উত্তর : কেন্দ্রে ১১০। চাঁদে কোনো বস্তুর ওজন যখন ভিন্ন হয় তখন ভরের কী পরিবর্তন হয়? উত্তর : কোনো পরিবর্তন হবে না ১১১। চন্দ্রপৃষ্ঠে একজন লোকের ওজন ভূ-পৃষ্ঠের তুলনায় - উত্তর : কম \হ ১১২। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর ১০ কেজি হলে চন্দ্রে এর ভর কত হবে উত্তর : ১০ কেজি ১১৩। কোনো বস্তুর ভর ২০ কেজি হলে ওই বস্তুর অভিকর্ষ বল কত হবে? উত্তর : ১৯৬ নিউটন ১১৪। পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ ৯.৮ মিটার / সেকেন্ড ২ এবং ওই স্থানে বস্তুর ওজন ৯৮০ কেজি হলে বস্তুর ভর কত? উত্তর : ১০০ কেজি ১১৫। ভূ-পৃষ্ঠে একটি বস্তুর ওজন ৭২ নিউটন হলে চাঁদে এর ওজন কত হবে? উত্তর : ১২ নিউটন ১১৬। চাঁদে একটি বস্তুর ওজন ৯০ নিউটন হলে, ভূ-পৃষ্ঠে এর ওজন কত হবে? উত্তর : ৫৪০ নিউটন ১১৭। ভূ-পৃষ্ঠে একটি বস্তুর ওজন ৫০ নিউটন হলে এর ভর কত হবে? উত্তর : ৫.১ কেজি