সিকৃবিতে পরিবেশ দিবস পালন

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেছেন জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হচ্ছে পরিবেশ দূষণ। ২৩ জুন সিকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্যর্ যালি পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস-চ্যান্সেলর ড. মতিয়ার এসব কথা বলেন। কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী প্রফেসর মো. সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে এবং বিভাগের এমএস শিক্ষার্থী সুনন্দা দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. শারফ উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, ভেটেরিনারি, অ্যানিমাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, বায়ুদূষণের কারণে শিশুদের মেধা ও বুদ্ধিমত্তা হ্রাসের পাশাপাশি গর্ভাবস্থায় শিশু মৃতু্যর হার বৃদ্ধি পাচ্ছে।