ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, উন্নয়ন সংস্থাসহ সরকারি-বেসরকারি প্রায় শতাধিক খ্যাতনামা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে 'এনআরবি জবস নিবেদিত ব্র্যাক ইউনিভার্সিটি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৯'। ২৪ জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক দিলারা আফরোজ খান রুপা। তিনি জানান, দুদিনব্যাপী এই ক্যারিযার ফেয়ার বঙ্গবন্ধু আন্তুর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ জুন। ফেয়ারটির উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার লেফট্যানেন্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম এবং এনআরবি জবসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবে এলাহী চৌধুরী প্রমুখ।