প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (প্রাথমিক বিজ্ঞান)

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
পানি ফুটানোর পরে ছেঁকে নিতে হয়
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান \হথেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো তৃতীয় অধ্যায় ৪১. ইম্মি বেড়াতে গিয়ে নদীর পানি পান করলে তার মা তাকে নিরাপদ পানি পান করতে বললেন। ইম্মির মায়ের মতে নিরাপদ পানি কোনটি? উত্তর: নলকূপের পানি ৪২. তোমার এলাকায় গ্রীষ্মকালে নলকূপের পানি পাওয়া যায় না। এ ক্ষেত্রে পুকুরের পানি নিরাপদ করতে তুমি কী করবে? উত্তর : ২০ মিনিট ফোটাবে ৪৩. কখন তুমি ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দেবে? উত্তর : বন্যার সময় ৪৪. মানবদেহের শতকরা কত ভাগ পানি? উত্তর : ৬০-৭০ ৪৫. প্রচন্ড গরমে উদ্ভিদের দেহ শীতল রাখতে সাহায্য করে কোনটি? উত্তর : পানি ৪৬. উদ্ভিদের দেহে কত ভাগ পানি থাকে? উত্তর : ৯০ ৪৭. উদ্ভিদ কোথা থেকে পানি পায়? উত্তর : মাটি ৪৮. মানুষের তৈরি পানির উৎস কোনটি? উত্তর : পুকুর ৪৯. নিচের কোনটি পানির প্রাকৃতিক উৎস? উত্তর : বৃষ্টি ৫০. নিচের কোনটি ছাড়া আমরা বাঁচতে পারি না? উত্তর : পানি ৫১. পুকুর বা নদীর পানি পুরোপুরি নিরাপদ হয়- উত্তর : ফোটানোর পর ছেঁকে নিলে ৫২. নিচের কোনটি পানিদূষণের প্রাকৃতিক কারণ? উত্তর : ভূগর্ভস্থ আর্সেনিক ৫৩. জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কিসে পরিণত হয়? উত্তর : পানি ৫৪. নিচের কোনটি দ্বারা পানি বিশুদ্ধ করা যায়? উত্তর : বিস্নচিং পাউডার অধ্যায়-৪ ১. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর : নাইট্রোজেন ২. পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? উত্তর : অক্সিজেন ৩. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাস - উত্তর : কার্বন ডাইঅক্সাইড ৪. হাসপাতালে আগুন নেভানোর জন্য সতর্কতামূলক অগ্নিনির্বাপণযন্ত্রে ব্যবহার করা হয় - উত্তর : কার্বন ডাইঅক্সাইড ৫. আবিরের বিয়েতে অতিথিদের কোমল পানীয় দেয়া হয়। এ পানীয়র ঝাঁজালো ভাব রাখতে কোনটি ব্যবহার করা হয়? উত্তর : কার্বন ডাইঅক্সাইড