জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো সপ্তম অধ্যায় ১১৮। ৭০ কেজি ভরের একজন মহাশূন্যচারীর ভর চাঁদের কক্ষপথে কত থাকবে? উত্তর : ৭০ কেজি ১১৯। পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা সম্ভব হলে অভিকর্ষজ ত্বরণের মান কেমন হবে? উত্তর : ৪ গুণ হবে ১২০। বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম হওয়ার জন্য দায়ী? উত্তর : পৃথিবীর ব্যাসার্ধ ১২১। কোন একক ব্যবহার করে বেশি ভরকে মাপা হয়? উত্তর : মেট্রিক টন ১২২। কোনো বস্তুর ওজন ৪৯২ নিউটন হলে এর ভর কত? উত্তর : ৫০.২০ গ্রাম ১২৩। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন মেরু অঞ্চলে কত? উত্তর : ৯.৮৩ নিউটন ১২৪। লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ কত হবে? উত্তর : শূন্য ১২৫। লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি নিজেকে ওজনহীনতা অনুভব করতে পারে? উত্তর : লিফটটি যখন ম ত্বরণে নিচে নামে ১২৬। বস্তুর কোন ধর্মের অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না? উত্তর : ভর ১২৭। পৃথিবী সব বস্তুকে কোন দিকে টানে? উত্তর : তার নিজের দিকে ১২৮। আকর্ষণ সম্পর্কিত নিউটনের সূত্রটি কী নামে পরিচিত? উত্তর : নিউটনের মহাকর্ষ সূত্র ১২৯। মহাকর্ষ সূত্রানুসারে, আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এর গাণিতিক রূপ লিখ। উত্তর : ঋ=স১স২ ১৩০। মহাকর্ষ সূত্রানুসারে, আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এর গাণিতিক রূপ লিখ। উত্তর : ১৩১। গাছের ফল মাটিতে পড়ে কিসের কারণে? উত্তর : অভিকর্ষ বলের কারণে ১৩২। বল প্রযুক্ত হলে কোনো বস্তুর কী বৃদ্ধি পায়? উত্তর : বেগ ১৩৩। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর কী হয়? উত্তর : ত্বরণ ১৩৪। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর যে ত্বরণ হয় তাকে কী বলে? উত্তর : অভিকর্ষজ ত্বরণ ১৩৫। বল প্রযুক্ত হলে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে কী বলে? উত্তর : ত্বরণ ১৩৬। বেগ বৃদ্ধির হারকে কী বলে? উত্তর : ত্বরণ ১৩৭। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে? ১৩৮। অভিকর্ষজ ত্বরণের অপর নাম কী? উত্তর : মাধ্যাকর্ষণজনিত ত্বরণ