ঢাবি দিবস উদযাপন কমিটির সভা

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
আগামী ১ জুলাই, ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষে গঠিত কমিটির সমন্বয় ও প্রস্তুতি সভা ২৫ জুন উপাচার্যের দপ্তর সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. এনামউজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর এবং অফিস প্রধানরা উপস্থিত ছিলেন। কর্মসূচি অনুযায়ী আগামী ১ জুলাই সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা, প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জমায়েত হবেন। সেখানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন করা হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। পরে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে টিএসসিতে গমন করা হবে। সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে "গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।