জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

‘ভাবুক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী?

প্রকাশ | ২৪ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৮, ২৩:০২

সুভাষ হালদার, সিনিয়র সহকারী শিক্ষক আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্রা, আজ তোমাদের জন্য বাংলা ব্যাকরণ অংশ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর ৪৬। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? ক) সাপুড়ে সাপ খেলায় খ) সে পাস করে গেল গ) সেলিনা বেগম বাড়ি যায় ঘ) বাবা বাড়ি এসেছেন সঠিক উত্তর : খ) সে পাস করে গেল ৪৭। কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ? ক) আমি তাকে ভাত খেতে দেখেছিলাম খ) আমি ছেলেবেলার কথা ভাবছিলাম গ) তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে ঘ) বাবা প্রতিদিন বাজার করতেন সঠিক উত্তর : ঘ) বাবা প্রতিদিন বাজার করতেন ৪৮। শব্দের শেষে ‘আ’ প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? ক) আধুনিকা খ) নায়ক গ) অধ্যাপক ঘ) শিক্ষক সঠিক উত্তর : ক) আধুনিকা ৪৯। ‘শিব রাত্রির সলতে’ বাগধারাটির অথর্ কোনটি? ক) মিথ্যা শোক খ) সামান্য অথর্ গ) একমাত্র সন্তান ঘ) অসম্ভব বস্তু সঠিক উত্তর : গ) একমাত্র সন্তান ৫০। কঁাচা লোক দিয়ে বাড়ি বানিয়ো নাÑএখানে ‘কঁাচা’ শব্দটি কী অথের্ ব্যবহৃত হয়েছে? ক) অপরিণত খ) অদক্ষ গ) অপূণর্ ঘ) দুবর্ল সঠিক উত্তর : খ) অদক্ষ ৫১। ‘ভাবুক’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) ভৌ+উক খ) ভো+উক গ) ভাব+উক ঘ) ভু+উক সঠিক উত্তর : ক) ভৌ+উক ৫২। ব্যাকরণে বচন অথর্ কী? ক) পদের ধারণা খ) সংখ্যার ধারণা গ) বাক্যের ধারণা ঘ) সমাসের ধারণা সঠিক উত্তর : খ) সংখ্যার ধারণা ৫৩। ব্যঞ্জনবণের্র ‘ফলা’ চিহ্ন কয়টি? ক) চারটি খ) তিনটি গ) ছয়টি ঘ) পঁাচটি সঠিক উত্তর : গ) ছয়টি