ঢাবিতে আলোচনা সভা

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
'এসএমই উদ্যোক্তাদের ব্যবসা সাফল্য উপস্থাপন' শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান ১০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ড. মোহাম্মদ হাবিবুলস্নাহ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এই অনুষ্ঠান আয়োজন করে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রাজিয়া বেগম। স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম শাহীন আনোয়ার। উলেস্নখ্য, জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারপ্রাপ্ত চারজন সফল উদ্যোক্তা তাদের সাফল্যের খুঁটিনাটি বিষয় অনুষ্ঠানে উপস্থাপন করেন। তারা হলেন- গাজী তৌহিদুর রহমান, মাসুদা ইয়াসমিন ঊর্মি, এটিএম সামসুজ্জামান এবং মাকসুদা হাসনাত।