খুবির আর্ক-কেইউ ডিগ্রি শো উদ্বোধন

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের তৃতীয় তলায় স্থাপত্য ডিসিপিস্ননে দুদিনব্যাপী আর্ক-কেইউ ডিগ্রি শোর উদ্বোধন করা হয়েছে। ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এর আগে স্থাপত্য ডিসিপিস্নন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইনের সভাপতিত্বে ডিগ্রি শোর বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. তারাপদ ভৌমিক, খুবির ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি জালাল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপিস্ননের সহযোগী অধ্যাপক গৌরী শংকর রায়। নবীন স্থপতিদের মধ্যে বক্তব্য রাখেন আকাশ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে স্নাতকপর্যায়ে হেড লিস্ট ও মাস্টার্স পর্যায়ে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড দেয়া হয়। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপিস্নন প্রধান, নবীন স্থপতিদের অভিভাবক, সংশ্লিষ্ট ডিসিপিস্ননের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।