ঢাবিতে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের বিএস (সম্মান) ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ১৪ জুলাই বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান। প্রধান অতিথির ভাষণে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিভাগের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার ভিতর গণিত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক শাখা। গণিতের মাধ্যমেই বিজ্ঞানের সব শাখা বিকশিত হয়েছে। তিনি লেখাপড়া করে জ্ঞানার্জনের মাধ্যমে সৎ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা দেশ ও জাতির সেবায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মাচারীরা উপস্থিত ছিলেন।