ঢাবিতে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভাগের উদ্যোগে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে 'হরপ্রসাদ-শহীদুলস্নাহ্‌ দ্বিতীয় স্মারক বক্তৃতা ২০১৯' অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে 'বাংলা ভাষা ও বাংলাদেশ' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সৈয়দ আকরম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক গিয়াস শামীম।