প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
চুম্বক দন্ড
শূন্যস্থান পূরণ ১৬২। কার্বন ডাইঅক্সাইডের ধর্ম -। উত্তর : এটি বায়ুর চেয়ে ভারী ১৬৩। বায়ুর - উপাদানটি খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করে। উত্তর : অক্সিজেন ১৬৪। ডুবুরিরা পানির নিচে যে সিলিন্ডারটি ব্যবহার করে, তাতে বায়ুর - উপাদানটি থাকে। উত্তর : অক্সিজেন ১৬৫। দূষিত বায়ুর প্রভাবে মানুষের - রোগ হয়। উত্তর : ব্রঙ্কাইটিস ১৬৬। - ইউরিয়া সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। উত্তর : নাইট্রোজেন ১৬৭। কোমল পানীয়ের ছিপি খুললে - বুদ্বুদ পাওয়া যায়। উত্তর : কার্বন ডাইঅক্সাইডের ১৬৮। কাঠ পোড়ানোর সময় অক্সিজেনের অভাব হলে বায়ুর - উপাদান উৎপন্ন হয়। উত্তর : কার্বন মনোক্সাইড ১৬৯। মোটরগাড়ি - দূষিত করে। উত্তর : বায়ু ১৭০। ভাত শরীরে - উৎপাদনে ভূমিকা রাখে। উত্তর : শক্তি ১৭১। পানি ও বায়ু হলো -। উত্তর : পদার্থ ১৭২। বালু ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে তুমি - দিয়ে লোহার গুঁড়োকে আলাদা করবে। উত্তর : চুম্বক দন্ড ১৭৩। বেশি ভিটামিন ও মিনারেল পাওয়ার যায় -। উত্তর : ফল ও সবজিতে ১৭৪। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রম্নত তথ্য বা সংবাদ পাঠাতে ব্যবহার করা হয় -। উত্তর : ইন্টারনেট ১৭৫। পাওয়ার টিলার - ক্ষেত্রের প্রযুক্তি। উত্তর : কৃষি ১৭৬। দিন ও রাতের দৈর্ঘ্য - দ্বারা প্রভাবিত নয়। উত্তর : প্রযুক্তির ১৭৭। তুমি তোমার এলাকার মানুষকে - রঙের নলকূপের পানি পান করতে নিষেধ করবে। উত্তর : লাল ১৭৮। অনেক তথ্য অল্প জায়গায় ও সহজে বহন করার জন্য ব্যবহার করা হয় -। উত্তর : পেনড্রাইভ ১৭৯। কাশফুল ফোটে - ঋতুতে। উত্তর : শরৎ ১৮০। কমলালেবু - ফল। উত্তর : শীতকালীন ১৮১। মাছ - সাহায্যে শ্বাসকার্য চালায়। উত্তর : ফুলকার ১৮২। সামুদ্রিক মাছে - প্রচুর পরিমাণে পাওয়া যায়। উত্তর : আয়োডিন ১৮৩। মানুষের দেহ - পরিবাহী। উত্তর : বিদু্যৎ ১৮৪। পাঁচড়া - রোগ। উত্তর : ছোঁয়াচে ১৮৫। বিষধর সাপের বিষদাঁত থাকে - টি। উত্তর : দুই ১৮৬। লেবুর রস - তৈরির উপাদান নয়। উত্তর : স্যালাইন ১৮৭। জন্ডিস - রোগ। উত্তর : যকৃতের ১৮৮। আদমশুমারি - বছর অন্তর হয়। উত্তর : ১০ বছর ১৮৯। প্রাণী নিজের - নিজে তৈরি করতে পারে না। উত্তর : খাদ্য ১৯০। সূর্যের তাপে পানি - পরিণত হয়। উত্তর : বাষ্পে