ঢাবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষ বিএ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১৬ জুলাই ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিভাগীয় চেয়ারপার্সন ড. ফাজরীন হুদার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নুরুল ইসলাম, ড. ফাদার তপন কামিলুস ডি রোজারিও এবং ছাত্র উপদেষ্টা মো. মোহসীন রেজা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।