৯ম-১০ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
শালবন বিহার
পঞ্চম অধ্যায় ৩৫। উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার কোন উপজেলায় অবস্থিত? (ক) বেলাবো (খ) দুর্গাপুর (গ) বেলকুচি (ঘ) জৈন্তাপুর। সঠিক উত্তর: (ক) বেলাবো ৩৬। কোন শিল্পটি প্রাচীন বাংলায় খুব সমৃদ্ধ ছিল? (ক) বৃহৎ শিল্প (খ) স্বর্ণ শিল্প (গ) কুটির শিল্প (ঘ) মাঝারি শিল্প। সঠিক উত্তর: (গ) কুটির শিল্প ৩৭। কাদেরকে মামলুক বলা হয় ? (ক) দাসদের (খ) আফগানদের (গ) তুর্কিদের (ঘ) গ্রিকদের \হসঠিক উত্তর: (ক) দাসদের ৩৮। প্রাচীন বাংলার উদ্ভব সম্পর্কে কোনটি সঠিক ? (ক) সংস্কৃত > প্রাকৃত > অপভ্রংশ > বাংলা (খ) প্রাকৃত > সংস্কৃত > অপভ্রংশ > বাংলা (গ) সংস্কৃত > অপভ্রংশ > প্রাকৃত > বাংলা (ঘ) বাংলা > প্রাকৃত > অপভ্রংশ > সংস্কৃত। সঠিক উত্তর: (ক) সংস্কৃত > প্রাকৃত > অপভ্রংশ > বাংলা ৩৯। গুপ্তযুগের মূর্তিগলো কেমন ছিল ? (ক) কদর্য (খ) উন্নতমানের (গ) কদাকার (ঘ) নিম্নমানের সঠিক উত্তর: (খ) উন্নতমানের নিচের উদ্দীপকের আলোকে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও : প্রাচীন বাংলার শিল্পকলার মধ্যে পাল যুগ স্মরণীয়। এ যুগের শিল্পকলায় ধর্মের প্রভাব ছিল বেশি। শিল্পীর কলাকৌশল ও সৌন্দর্যের অঢেল পরিচয় পাওয়া যায় শিল্পকর্মে। ৪০। রামপালের রাজত্বকালে রচিত চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি ? (ক) অষ্টসাহস্রিকা (খ) প্রজ্ঞাপারমিতা (গ) অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা (ঘ) বিষ্ণর রেখা চিত্র। \হসঠিক উত্তর : (গ) অষ্টসাহস্র্রিকা প্রজ্ঞাপারমিতা ৪১। পালযুগের মূর্তিগুলো তৈরিতে ব্যবহার হতো- (র) প্রস্তর (রর) ধাতু (ররর) কষ্টিপাথর। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র, র র ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৪২। 'নিগ্রহস্ত' নামটি সমর্থনযোগ্য- (র) জৈনধর্মের লোকদের ক্ষেত্রে (রর) তেরো শতকে বাংলায় এই সংঘের অস্তিত্ব ছিল (ররর) সপ্তম শতকে উত্তর, দক্ষিণ ও পূর্বাঙ্গে নিগ্রহস্ত জৈনদের প্রভাব সবচেয়ে বেশি ছিল। \হনিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৪৩। নিচের কোনটির কারণে জৈন ধর্মের প্রভাব কমে আসে ? (ক) মুঘল যুগের শুরু (খ) সেন যুগের শুরু (গ) পাল যুগের শুরু (ঘ) সুলতানি যুগের শুরু। সঠিক উত্তর: (গ) পাল যুগের শুর ৪৪। কোনটি বিশাল আকৃতির বিহার হিসেবে সমর্থন যোগ্য ? (ক) শালবন বিহার (খ) পাহাড়পুর (গ) বড়কামতা (ঘ) বৌদ্ধ বিহার। সঠিক উত্তর: (ক) শালবন বিহার ৪৫। শাবোরৎসব অনুষ্ঠানের সঙ্গে সাদৃশ্য রয়েছে নিচের কোনটির ? (ক) বিজয়া সপ্তমীর দিন (খ) বিজয়া অষ্টমীর দিন (গ) বিজয়া নবমীর দিন (ঘ) বিজয়া দশমীর দিন সঠিক উত্তর: (ঘ) বিজয়া দশমীর দিন ৪৬। বৈষ্ণবদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত- (র) রামকৃষ্ণের কাহিনী (রর) কৃষ্ণলীলার কাহিনী (ররর) রামায়ণের কাহিনী নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (খ) রর ও রর ৪৭। প্রাচীনযুগে বাংলাভাষা কাদের সাহিত্যের ভাষা ছিল? (ক) লেখকদের (খ) পন্ডিতদের (গ) সাহিত্যিকদের (ঘ) জনসাধারণের। সঠিক উত্তর: (ঘ) জনসাধারণের