জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
বৈশাখী মেলা
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বাংলা ভাষার জন্মকথা ২১। 'সহজে বোঝা যায় না'-এমন অর্থ বোঝাতে নিচের কোন শব্দটি প্রযোজ্য? ক. শ্লোক খ. দুর্বোধ্য গ. উদ্ভব ঘ. ভাষাতাত্ত্বিক সঠিক উত্তর : খ. দুর্বোধ্য ২২। একসময় সাধারণ মানুষের কথা বলার ভাষা হিসেবে কোনটি ব্যবহৃত হতো? ক. সংস্কৃত খ. বৈদিক-সংস্কৃত গ. প্রাকৃত ঘ. ব্রজবুলি সঠিক উত্তর : গ. প্রাকৃত ২৩। 'বাংলা ভাষার কথা' প্রবন্ধটি ভাষার প্রতি কোন অনুভূতিকে উদ্বুদ্ধ করে? ক. দেশপ্রেম খ. সেবাব্রতী গ. হৃদ্যতা ঘ. ভালোবাসা সঠিক উত্তর : ক. দেশপ্রেম ২৪। 'প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম'-এই প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে- র. এটি দৈনন্দিন জীবনের ভাষা রর. এটি সাধারণ মানুষের ব্যবহার্য ভাষা ররর. এটি উচ্চশ্রেণির ভাষা নিচের কোনটি সঠিক? ক. ররর খ. রর ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ও রর বাংলা নববর্ষ ১। বর্তমানে বাংলাদেশের প্রধান জাতীয় উৎসব কোনটি? ক. বিজয় দিবস খ. স্বাধীনতা দিবস গ. বাংলা নববর্ষ ঘ. বসন্ত উৎসব সঠিক উত্তর : গ. বাংলা নববর্ষ ২। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠিত হলে শেরেবাংলা এ কে ফজলুল হক কী হন? ক. স্বরাষ্ট্রমন্ত্রী খ. মুখ্যমন্ত্রী গ. শিক্ষামন্ত্রী ঘ. আইনমন্ত্রী সঠিক উত্তর : খ. মুখ্যমন্ত্রী ৩। শেরেবাংলা এ কে ফজলুল হক বাংলা নববর্ষকে ছুটির দিন ঘোষণা করে কাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান? ক. পাকিস্তানি সরকারকে খ. পূর্ব বাংলার জনগণকে গ. পশ্চিম বাংলার জনগণকে ঘ. দেশবাসীকে সঠিক উত্তর : ঘ. দেশবাসীকে ৪। বাংলা নববর্ষের আরেকটি প্রধান অনুষ্ঠান নিচের কোনটি? ক. পুণ্যাহ খ. বৈশাখী মেলা গ. হালখাতা ঘ. বুদ্ধপূর্ণিমা মেলা সঠিক উত্তর : খ. বৈশাখী মেলা ৫। মহামুনির বুদ্ধপূর্ণিমা মেলা হয় কোথায়? ক. ঠাকুরগাঁওয়ে খ. চট্টগ্রামে গ. সিলেটে ঘ. খাগড়াছড়িতে সঠিক উত্তর : খ. চট্টগ্রামে ৬। 'বৈসাবী' শব্দের অর্থ কী? ক. সাংহা খ. বিজু গ. বৈসু ঘ. মেলা সঠিক উত্তর : খ. বিজু ৭। 'কীর্তন' শব্দের অর্থ কী? ক. গুণ বর্ণনা খ. পালাগান গ. ভালো গুণ ঘ. জারিগান সঠিক উত্তর : ক. গুণ বর্ণনা ৮। বৈশাখী মেলা কেন তাৎপর্যপূর্ণ? ক. এটি জমিদারদের অনুষ্ঠান খ. এটি বর্ণিল অনুষ্ঠান গ. এটি ব্যবসায়ীদের অনুষ্ঠান ঘ. এটি জাতি-বর্ণ-ধর্ম সবার অনুষ্ঠান সঠিক উত্তর : ঘ. এটি জাতি-বর্ণ-ধর্ম সবার অনুষ্ঠান ৯। পুণ্যাহ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কোনটি? ক. মিষ্টিমুখ করানো খ. পান-সুপারি খাওয়ানো গ. খাজনা আদায় ঘ. উপহার প্রদান সঠিক উত্তর : গ. খাজনা আদায় ১০। 'পুণ্যাহ' অনুষ্ঠানটি উঠে যাওয়ার কারণ কী? ক. জমিদারি উঠে যাওয়ায় খ. মানুষের হাতে পয়সা না থাকায় গ. বাকিতে বিকিকিনি না হওয়ায় ঘ. মানুষ 'পুণ্যাহ' বিমুখ হওয়ায় সঠিক উত্তর : ক. জমিদারি উঠে যাওয়ায় ১১। নববর্ষ উৎসব উদযাপন করার কারণ- র. আনন্দের জন্য রর. শান্তি-সমৃদ্ধির জন্য ররর. কল্যাণের প্রত্যাশায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর