৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা বিজ্ঞান

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
মাইটোকন্ড্রিয়া
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো। অধ্যায় - ৩ ৩২। মাইটোকন্ড্রিয়ার আকৃতি কেমন হতে পারে? উত্তর : দন্ডাকার, বৃত্তাকার বা তারকাকার ৩৩। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী? উত্তর : শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা। ৩৪। নিউক্লিয়াস কাকে বলে? উত্তর : প্রোটোপস্নাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটিকে নিউক্লিয়াস বলে। ৩৫। কোষের কোন অঙ্গাণুকে শক্তির আধার বলে? উত্তর : মাইটোকন্ড্রিয়াকে ৩৬। নিউক্লিয়াসের আকৃতি কেমন হতে পারে? উত্তর : গোলাকার, উপবৃত্তাকার বা নলাকার ৩৭। প্রোটোপস্নাজম এর কোন অংশ কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে? উত্তর : নিউক্লিয়াস ৩৮। নিউক্লিয়াস প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত? উত্তর : ৪টি ৩৯। নবীন কোষে নিউক্লিয়াসের অবস্থান কোথায়? উত্তর : কোষের কেন্দ্রে ৪০। নিউক্লিয়পস্নাজম কী? উত্তর : নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটিকে নিউক্লিয়পস্নাজম বলে। ৪১। নিউক্লিয়পস্নাজমের মধ্যে কী থাকে? উত্তর : ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস ৪২। নিউক্লিওলাস কাকে বলে? উত্তর : নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় অতিক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে তাকে নিউক্লিওলাস বলে। ৪৩। নিউক্লিয়াসের কোন অংশ তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে? উত্তর : নিউক্লিয়ার মেমব্রেন ৪৪। ক্রোমাটিন তন্তু কাকে বলে? উত্তর : নিউক্লিয়াসের ভিতরে সুতার ন্যায় কুন্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাকে ক্রোমাটিন তন্তু বলে। ৪৫। নিউক্লিয়াসের কোন অংশ সাইটোপস্নাজম থেকে নিউক্লিয়াসের ভিতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে? উত্তর : নিউক্লিয়ার মেমব্রেন ৪৬। নিউক্লিয়াসের কোন অংশ কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে? উত্তর : ক্রোমাটিন তন্তু ৪৭। নিউক্লিয়াসের কোন অংশ জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়? উত্তর : ক্রোমাটিন তন্তু ৪৮। নিউক্লিয়াসকে ঘিরে রাখে নিউক্লিয়াসের কোন অংশ? উত্তর : নিউক্লিয়ার মেমব্রেন অধ্যায়-৪ ১। কোন উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয়? উত্তর : আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে ২। বিটপ কাকে বলে? উত্তর : উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। ৩। আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলার কারণ কী? উত্তর : কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ। ৪। কান্ড কী? উত্তর : প্রধান মূলের সঙ্গে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটিকে কান্ড বলে। ৫। পাতা কী? উত্তর : শাখা-প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটিকে পাতা বা পত্র বলে। ৬। মরিচ গাছের ফলকে কী বলে? উত্তর : মরিচ ৭। মূল কী? উত্তর : উদ্ভিদের পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশকে মূল বলে। ৮। সাধারণত মূল কী হতে উৎপন্ন হয়? উত্তর : ভ্রূণমূল হতে ৯। প্রধান মূল থেকে কী উৎপন্ন হয়? উত্তর : শাখা মূল ১০। শাখা মূল থেকে কী উৎপন্ন হয়? উত্তর : প্রশাখা মূল ১১। সাধারণত মানুষ উদ্ভিদের মাটির নিচের অংশকে কী মনে করে? উত্তর : মূল