জবিতে বিদায় সংবর্ধনা

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইতিহাস বিভাগ দশম ব্যাচের আয়োজনে নবম ব্যাচের বিদায় সংবর্ধনা ১৭ জুলাই ইতিহাস বিভাগের সহকারী প্রফেসর এসএম তানভীর আহমদের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোছা. খোদেজা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য বলেন, ইতিহাস বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ইতিহাসের শিক্ষার মাধ্যমেই একজন মানুষের জীবনে পরিপূর্ণতা আসে। আজকের সমাজে যে নতুন নতুন বিষয়গুলো আমাদের সামনে দেখা যায় প্রতিটি ঘটনাই ইতিহাসের কোনো না কোনো সময়ে সংগঠিত হয়েছে, আর এই নতুন বিষয়গুলো ইতিহাসের শিক্ষার মাধ্যমেই সমাধান করা সম্ভব। বিদায় সংবর্ধনায় স্বাগত বক্তব্য দেন জবি কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আতিয়ার রহমান।