ঢাবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে 'গৎরহধষ ঝবহ'ং ঈধষপঁঃঃধ ধহফ :যব ওফবধ ড়ভ খঁসঢ়বহ' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। সেমিনারে 'গৎরহধষ ঝবহ'ং ঈধষপঁঃঃধ ধহফ :যব ওফবধ ড়ভ খঁসঢ়বহ' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অরিত্র মজুমদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও চলচ্চিত্র গবেষক বিধান রিবেরু। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এই সেমিনার আয়োজনের জন্য উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সেমিনারে সারগর্ভ প্রবন্ধ উপস্থাপন করার জন্য ড. অরিত্র মজুমদারকে তিনি আন্তরিক অভিনন্দন জানান। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেয়।