৯ম-১০ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
সুজাউদ্দিন
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। ষষ্ঠ অধ্যায় ১। সুজাউদ্দিন কেমন ছিলেন ? (ক) অযোগ্য শাসক (খ) অদক্ষ শাসক (গ) দক্ষ শাসক (ঘ) দুর্বল শাসক সঠিক উত্তর: (গ) দক্ষ শাসক ২। আলাউদ্দিন হুসেন শাহ জয় করেন- (র) ত্রিপুরা (রর) কামরূপ (ররর) কামতা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর: (গ) রর ও ররর নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : আক্তার হোসেন খান, খান পরিবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনি পিতার প্রতিষ্ঠিত ব্যবসা-বাণিজ্যকে বৃদ্ধি করতে এবং সুদৃঢ় করতে সর্বাদা সচেস্ট ছিলেন। ৩। আক্তার হোসেনের সঙ্গে নিচের কোন সুলতানের সাদৃশ্য রয়েছে? (ক) সুলতান গিয়াসউদ্দিন ইওয়জ খলজি (খ) সুলতান বখতিয়ার খলজি (গ) সুলতান ইলতুৎমিশ (ঘ) সুলতান নাসিরউদ্দিন সঠিক উত্তর: (ক) সুলতান গিয়াসউদ্দিন ইওয়জ খলজি। ৪। উক্ত সুলতান ছিলেন - (র) সুশাসক (রর) নৌবাহনীর গোপত্তনকারী (ররর) পরিখা নির্মাণকারী নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৫। মুসা খানের আত্মসমর্পণের ফলে নিচের কোনটি ঘটে ? (ক) প্রজাদের বশ্যতা স্বীকার (খ) ইসলাম খানের বশ্যতা স্বীকার (গ) রাজাদের বশ্যতা স্বীকার (ঘ) জমিদারগণের বশ্যতা স্বীকার সঠিক উত্তর: (ঘ) জমিদারগণের বশ্যতা স্বীকার ৬। 'টাকায় আট মণ চাল' কথাটির সঙ্গে কোন নামটির সাদৃশ্য রয়েছে? (ক) ঈসা খানের (খ) শায়েস্তা খানের (গ) মুসা খানের (ঘ) বাহরাম খানের সঠিক উত্তর: (খ) শায়েস্তা খানের ৭। সর্বপ্রথম কখন ঢাকাকে বাংলার রাজধানী করা হয়? (ক) ১৬১০ খ্রিস্টাব্দে (খ) ১৬১৫ খ্রিস্টাব্দে (গ) ১৬২০ খ্রিস্টাব্দে (ঘ) ১৬২৫ খ্রিস্টাব্দে সঠিক উত্তর: (ক) ১৬১০ খ্রিস্টাব্দে ৮। মুসা খানের ঘাঁটি হিসেবে নিচের কোন নামটি পরিচিত? (ক) ঢাকা (খ) সোনারগাঁও (গ) ময়নামতি (ঘ) ফরিদপুর সঠিক উত্তর: (খ) সোনারগাঁও ৯। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কখন? (ক)১৭৫৭ খ্রিস্টাব্দের ২১ জুন (খ)১৭৫৭ খ্রিস্টাব্দের ২২ জুন (গ)১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন (ঘ)১৭৫৭ খ্রিস্টাব্দের ২৪ জুন সঠিক উত্তর: (গ) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন ১০। দাউদ খান কোথায় পালিয়ে যায় ? (ক) উড়িষ্যায় (খ) বিহারে (গ) তান্ডায় (ঘ) চব্বিশ পরগণায় সঠিক উত্তর: (ক) উড়িষ্যায়