৯ম-১০ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়-
ষষ্ঠ অধ্যায় নিচের উদ্দীপকের আলোকে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও : নাসির উদ্দীন মাহমুদ শাহ > সিকান্দার শাহ > গিয়াস উদ্দীন আজম শাহ > সাইফুদ্দীন হামজা শাহ। ১১। চার্টে উলিস্নখিত সুলতানের মধ্যে সবচেয়ে দক্ষ ছিলেন- (ক) সাইফুদ্দীন হামজা শাহ (খ) গিয়াস উদ্দীন আজম শাহ (গ) নাসির উদ্দীন মাহমুদ শাহ (ঘ) সিকান্দার শাহ সঠিক উত্তর: (ঘ) সিকান্দার শাহ ১২। উক্ত শাসক ছিলেন- (র) ন্যায়বিচারক (রর) প্রজারঞ্জক ব্যক্তি (ররর) উগ্রস্বভাবের। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) র ও রর ১৩। হাবসীগোষ্ঠীর ইতিহাস ছিল- (র) অন্যায় (রর) বিদ্রোহ (ররর) হতাশায় পরিপূর্ণ নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) র ও রর ১৪। হুসেন শাহ কবি ও সাহিত্যিকদের পুরস্কৃত করতেন কেন ? (ক) সুনাম বৃদ্ধির জন্য (খ) খ্যাতি অর্জনের জন্য (গ) উৎসাহিত করার জন্য (ঘ) দুর্নাম ঘোচানোর জন্য। সঠিক উত্তর: (ক) সুনাম বৃদ্ধির জন্য ১৫। কররানীদের বাংলার রাজধানী হিসেব বাংলার কোনটির নাম সমর্থনযোগ্য ? (ক) উড়িষ্যা (খ) বিহার (গ) তান্ডায় (ঘ) ফরিদপুর সঠিক উত্তর: (গ) তান্ডায় ১৬। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কখন সংঘটিত হয় ? (ক) ১৫৫৫ খ্রিস্টাব্দে (খ) ১৫৫৬ খ্রিস্টাব্দে (গ) ১৫৫৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৫৫৮ খ্রিস্টাব্দে সঠিক উত্তর: (খ) ১৫৫৬ খ্রিস্টাব্দে ১৭। তুঘরিলের রাজ্য জয়ের ক্ষেত্রে যুক্তিযুক্ত- (র) উত্তর বাংলা (রর) দক্ষিণ বাংলা (ররর) ফরিদপুরের কিছু অংশ নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ১৮। 'ইসলাম খান' নামটি কার নামের সঙ্গে সামঞ্জস্য? (ক) আহমদ শাহের (খ) জালাল খানের (গ) মুবারক শাহের (ঘ) বরবক শাহের। সঠিক উত্তর: (খ) জালাল খানের ১৯। সম্রাট আকবর কাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেন? (ক) আফগানদের (খ) ইংরেজদের (গ) ওলন্দাজদের (ঘ) ফার্সিদের। সঠিক উত্তর: (ক) আফগানদের ২০। হুসেন শাহি যুগের শ্রেষ্ঠ সুলতানের নাম হিসেবে কার নাম উলেস্নখযোগ্য ? (ক) ইলিয়াস শাহ (খ) আলাউদ্দীন হোসেন শাহ (গ) সৈয়দ হোসেন (ঘ) মুবারক শাহ। সঠিক উত্তর: (খ) আলাউদ্দীন হোসেন শাহ ২১। গণেশের পুত্রের নাম কি ? (ক) মহেন্দ্র দেব (খ) দেবেন্দ্র দাস (গ) ইব্রাহিম শর্কি (ঘ) জালালউদ্দীন মাহমুদ সঠিক উত্তর: (ঘ) জালালউদ্দীন মাহমুদ ২২। আজম শাহের রাজত্বকালে কেমন অভিযান প্রেরণ করেন? (ক) বিফল (খ) সফল (গ) সময়োপযোগী (ঘ) ইচ্ছেমতো। সঠিক উত্তর: (ক) বিফল