জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

প্রকাশ | ২৫ জুলাই ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
মাটির টেপা পুতুল
আমাদের লোকশিল্প ১৭। মসলিন শাড়ি কেমন আংটির ভেতর দিয়ে অনায়াসে প্রবেশ করানো যেত? ক. বড় খ. মাঝারি গ. ছোট ঘ. মোটা সঠিক উত্তর: গ. ছোট ১৮। 'আমাদের লোকশিল্প' রচনাটি পাঠ করলে শিক্ষার্থীর মনে কী হবে? ক. দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে খ. বিদেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে গ. দেশের লোকশিল্পের প্রতি আগ্রহ হারাবে ঘ. লোকশিল্প সম্পর্কে উদাসীন হবে সঠিক উত্তর: ক. দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে ১৯। 'আমাদের লোকশিল্প' প্রবন্ধে হাতির দাঁতের তৈরি কী আছে? ক. মাদুর খ. শীতলপাটি গ. ফুলদানি ঘ. মূর্তি সঠিক উত্তর: খ. শীতলপাটি ২০। 'মণিপুরি' বলতে কী বোঝায়? ক. মণিপুরে বসবাসকারী খ. মণিপুর-সম্পর্কিত গ. মণিপুরের মেয়ে ঘ. মণিপুরের কাপড় সঠিক উত্তর: খ. মণিপুর-সম্পর্কিত ২১। প্রতীকধর্মী মাটির টেপা পুতুল কুমোরদের কোন স্বরূপটি উন্মোচন করে? ক. কারিগরি দক্ষতার খ. কারিগরদের অর্থনৈতিক অবস্থা গ. কারিগরি প্রচেষ্টার ঘ. কারিগরদের সার্থকতার সঠিক উত্তর: ক. কারিগরি দক্ষতার ২২। লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে মানুষের দায়িত্ব কোনটি? ক. এর সংরক্ষণ ও বাজারজাতকরণ খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ গ. এর বাজারজাতকরণ ও সম্প্রসারণ ঘ. এর প্রচার সঠিক উত্তর: খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ ২৩। বর্তমানে দেশে-বিদেশে পরিচিত ও আমাদের গর্বের বস্তু নিচের কোনটি? ক. পাটশিল্প খ. কাঠশিল্প গ. মসলিন ঘ. ঢাকাই জামদানি সঠিক উত্তর: ঘ. ঢাকাই জামদানি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ১। 'ছয় দফা' ঘোষণা করা হয় কত সালে? ক. ১৯৬২ খ. ১৯৬৪ গ. ১৯৬৬ ঘ. ১৯৬৯ সঠিক উত্তর : গ. ১৯৬৬ ২। বঙ্গবন্ধু নিচের কোনটি 'উইথড্র' করার দাবি জানান? ক. মার্শাল আর্ট খ. মার্শাল ল গ. মার্শাল জুডো ঘ. মার্শাল ফিল্ম সঠিক উত্তর: খ. মার্শাল ল ৩। শেখ মুজিবুর রহমান তাঁর ভাষণে কাদের হাতে ক্ষমতা তুলে দিতে বলেন? ক. সরকারের মন্ত্রীর হাতে খ. সরকারের প্রতিনিধির হাতে গ. জনগণের প্রতিনিধির হাতে ঘ. তাঁর নিজস্ব প্রতিনিধির হাতে সঠিক উত্তর: গ. জনগণের প্রতিনিধির হাতে ৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের 'জাতির জনক' বলার কারণ কোনটি? ক. পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন বলে খ. স্বাধীন বাংলাদেশের স্থপতি বলে গ. বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বলে ঘ. বাংলার অবিসংবাদিত নেতা বলে সঠিক উত্তর: গ. বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বলে ৫। 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' এই স্স্নোগানের মধ্যে লুকিয়ে আছে- র. অর্থনৈতিক মুক্তি রর. পরাধীনতা থেকে মুক্তি ররর. স্বাধীনতার ঘোষণা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেন। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের। ৬। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাদৃশ্য রয়েছে- ক. তাজউদ্দীনের খ. সৈয়দ নজরুল ইসলামের গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘ. এম মনসুর আলীর সঠিক উত্তর: গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার মতো বঙ্গবন্ধুর কোন গুণটির জন্য বাংলার মানুষ তাঁকে বিশেষভাবে মনে রাখবে? ক. ন্যায়পরায়ণতার খ. সততার গ. স্বাধীনতাকামী মানসিকতার ঘ. নির্লোভ মানসিকতার সঠিক উত্তর: গ. স্বাধীনতাকামী মানসিকতার ৮। বঙ্গবন্ধুর দেওয়া ৭ মার্চের ভাষণটি কত মিনিটের ছিল? ক. ১২ খ. ১৩ গ. ১৮ ঘ. ৩০ সঠিক উত্তর: গ. ১৮ ৯। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি কে? ক. শেখ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলাম গ. এ কে ফজলুল হক ঘ. তাজউদ্দীন আহমদ সঠিক উত্তর: ক. শেখ মুজিবুর রহমান