৯ম-১০ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

প্রকাশ | ২৫ জুলাই ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। ষষ্ঠ অধ্যায় ৩৬। 'বুলগাকপুর ' শব্দের অর্থ কি? (ক) শান্তির নগরী (খ) স্বপ্নের নগরী (গ) বিদ্রোহের নগরী (ঘ) ফসলের নগরী সঠিক উত্তর: (গ) বিদ্রোহের নগরী ৩৭। গিয়াসউদ্দীন আযম শাহের পর কে সিংহাসনে বসেন? (ক) সাইফুদ্দীন হামজা শাহ (খ) আলাউদ্দীন হোসেন শাহ (গ) নাসির উদ্দীন মাহমুদ শাহ (ঘ) সিকান্দার শাহ সঠিক উত্তর : (ক) সাইফুদ্দীন হামজা শাহ ৩৮। শামসুদ্দীন আহমদ শাহের হত্যাকরী কে? (ক) মাসুদ জনি (খ) নাসির খান (গ) তুঘলক খান (ঘ) সিকান্দার শাহ সঠিক উত্তর: (খ) নাসির খান ৩৯। ইলিয়াস শাহ কাকে খুব শ্রদ্ধা করতেন ? (ক) পিতা-মাতাকে (খ) গুরুজনকে (গ) ফকির-দরবেশদের (ঘ) শিক্ষকদের সঠিক উত্তর: (গ) ফকির-দরবেশদের নিচের উদ্দীপকের আলোকে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও : সম্রাট 'ক' দায়িত্বভার গ্রহণ করে দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। তার সময়ে হিন্দু-মুসলমান সম্প্রীতি স্থাপনের প্রচেষ্টা সমাজ জীবনকে প্রভাবিত করেছিল। তার ২৬ শাসনকালে বঙ্গের জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার অনেক উন্নতি সাধিত হয়েছে। ৪০। উদ্দীপকের 'ক' সম্রাটের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন সুলতানের মিল রয়েছে? (ক) ইলিয়াস শাহ (খ) আলাউদ্দীন হোসেন শাহ (গ) মাহমুদ শাহ (ঘ) সিকান্দার শাহ সঠিক উত্তর : (খ) আলাউদ্দীন হোসেন শাহ ৪১। উক্ত সুলতানের সময় রাজ্যে- (র) নিচ বংশজাত সব কর্মচারীকে বরখাস্ত করা হয় (রর) কামরূপ ও কামতা জয় করেন (ররর) আসাম অভিযানে সফল হন। (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৪২। সুলতান নুসরাত জনগণের প্রতি ছিলেন- (র) কঠোর (রর) সহনশীল (ররর) সহৃদয়। (ক) র ও রর (খ) রর ও ররর (গ) ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (খ) রর ও ররর ৪৩। তুঘরিল কী নামে দুর্গ নির্মাণ করেছিলেন? (ক) নারকিলস্না (খ) আন্দরকিলস্না (গ) বারকিলস্না (ঘ) মেহেরকিলস্না সঠিক উত্তর: (ক) নারকিলস্না ৪৪। বুঘরা খানের মন ভেঙে যায় কেন ? (ক) শের খানের মৃতু্য সংবাদে (খ) কায়কোবাদের মৃতু্য সংবাদে (গ) বরহম খানের মৃতু্য সংবাদে (ঘ) কদর খানের মৃতু্য সংবাদে সঠিক উত্তর: (খ) কায়কোবাদের মৃতু্য সংবাদে ৪৫। প্রথম তুর্কি শাসনকর্তা কে ছিলেন? (ক) ইওয়জ খলজি (খ) নাসিরউদ্দীন লস্কর (গ) নাসিরউদ্দীন মাহমুদ (ঘ) নাসিরউদ্দীন বেগ সঠিক উত্তর: (গ) নাসিরউদ্দীন মাহমুদ ৪৬। বারো ভূঁইয়াদের দমনের ক্ষেত্রে সম্পৃক্ত- (র) সম্রাট হুমায়ুন (রর) সম্র্রাট জাহাঙ্গীর (ররর) মুঘল সুবেদারগণ। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (খ) রর ও ররর ৪৭। বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয় কীভাবে ? (ক) পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে (খ) পলাশীর যুদ্ধের মাধ্যমে (গ) বক্সারের যুদ্ধের মাধ্যমে (ঘ) পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে সঠিক উত্তর: (খ) পলাশীর যুদ্ধের মাধ্যমে