জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেন কেন?

প্রকাশ | ২৬ জুলাই ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ১০। 'আজ বাংলার মানুষ মুক্তি চায়' বলতে কী বোঝানো হয়েছে? ক. কারাগার থেকে মুক্তি খ. ঘরের বন্দিদশা থেকে মুক্তি গ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি ঘ. কাজের দায়িত্ব থেকে মুক্তি সঠিক উত্তর: গ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি ১১। ১৯৬৯-এর গণ-অভু্যত্থান কেন হয়েছিল? ক. একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গ. সামরিকতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঘ. খাদ্যের জন্য সঠিক উত্তর: খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১২। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের সাধারণ নির্বাচন দেন কেন? ক. ভুল সিদ্ধান্তের জন্য খ. জনগণের আন্দোলনের চাপে গ. মানসিকভাবে বিভ্রান্ত হয়ে ঘ. রাজনীতিবিদদের বিক্ষোভের ফলে সঠিক উত্তর: খ. জনগণের আন্দোলনের চাপে ১৩। বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেন কেন? ক. যুদ্ধ করতে খ. শত্রুর মোকাবিলা করতে গ. আন্দোলন করতে ঘ. বিদ্রোহ করতে সঠিক উত্তর: খ. শত্রম্নর মোকাবিলা করতে ১৪। 'আরটিসি'-এর পূর্ণরূপ কী? ক. রাউন্ড টেবিল কর্নার খ. রাউন্ড টেবিল ক্যাটাগরি গ. রাউন্ড টেবিল সেশন ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স সঠিক উত্তর: ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স ১৫। 'ওয়াপদা' বলতে কী বোঝায়? ক. পানি উন্নয়ন বোর্ড খ. পানি ও বিদু্যৎ উন্নয়ন বোর্ড গ. বিদু্যৎ উন্নয়ন বোর্ড ঘ. ওয়ার্ড উন্নয়ন বোর্ড সঠিক উত্তর: খ. পানি ও বিদু্যৎ উন্নয়ন বোর্ড ১৬। 'শাসনতন্ত্র' বলতে কী বোঝায়? ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান খ. দেশ পরিচালনায় বুদ্ধি ও ক্ষমতা গ. বিদেশের আইন ঘ. সমাজের নিয়মকানুন সঠিক উত্তর: ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান ১৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেন কিসের জন্য? ক. ছয় দফা কর্মসূচির জন্য খ. এগারো দফা কর্মসূচির জন্য গ. সত্তরের নির্বাচনে অংশগ্রহণের জন্য ঘ. সত্তরের নির্বাচন বয়কট করার জন্য সঠিক উত্তর: ক. ছয় দফা কর্মসূচির জন্য তৈলচিত্রের ভূত ১। নগেনকে 'গর্দভ' বলার কারণ কী? ক. শিক্ষার অভাবের জন্য খ. নির্বুদ্ধিতার জন্য গ. অজ্ঞতার জন্য ঘ. অজ্ঞানতার জন্য সঠিক উত্তর : খ. নির্বুদ্ধিতার জন্য ২। দুহাতের আঙুল ধরে পরীক্ষা করার উদ্দেশ্য কী? ক. রোগ নিরাময় খ. রোগ নির্ণয়ের প্রচেষ্টা গ. অভিজ্ঞতা ঘ. সাহসিকতা প্রদর্শন সঠিক উত্তর : খ. রোগ নির্ণয়ের প্রচেষ্টা ৩। নগেন কোথায় পড়াশোনা করে? ক. স্কুলে খ. কলেজে গ. মেডিকেল কলেজে ঘ. বিশ্ববিদ্যালয়ে সঠিক উত্তর : খ. কলেজে ৪। লাইব্রেরিটি কার আমলের? ক. নগেনের দাদা মশায়ের খ. নগেনের বাবার গ. নগেনের মামার ঘ. নগেনের প্রপিতামহের সঠিক উত্তর : ক. নগেনের দাদা মশায়ের ৫। নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি? ক. ২৭ বছর খ. ৩০ বছর গ. ৩১ বছর ঘ. ৩২ বছর সঠিক উত্তর : গ. ৩১ বছর ৬। আলমারির ভেতর বেশির ভাগ কী দিয়ে ঠাসা? ক. অদরকারি বাজে বই খ. কাপড়চোপড় গ. দরকারি বই ঘ. মাসিক পত্র সঠিক উত্তর : ক. অদরকারি বাজে বই ৭। দেয়ালে বড় বড় কয়টি তৈলচিত্র আছে? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি সঠিক উত্তর : খ. তিনটি ৮। মটকা কী? ক. রেশমের মোটা কাপড় খ. পাটের মোটা কাপড় গ. তুলার মোটা কাপড় ঘ. রেশমের চিকন কাপড় সঠিক উত্তর : ক. রেশমের মোটা কাপড়