প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্যাতনের বিরুদ্ধে পাঁচটি আন্দোলন-

প্রকাশ | ২৬ জুলাই ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো অধ্যায় ১ প্রশ্ন-১. পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালি জনগণের ওপর বিভিন্ন অত্যাচার ও নিপীড়ন করে। উক্ত নির্যাতনের বিরুদ্ধে সংঘটিত পাঁচটি প্রতিবাদ আন্দোলনের নাম লেখ। উত্তর : উক্ত নির্যাতনের বিরুদ্ধে সংঘটিত পাঁচটি প্রতিবাদ আন্দোলন হলো- ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলন। খ) ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন। গ) ১৯৬৯ সালের গণঅভু্যত্থান। ঘ) ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। ঙ) ১৯৭১ সালের ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু। প্রশ্ন-২. জাহেদ সাহেব মুক্তিযুদ্ধের সময় শত্রম্নপক্ষের গতিবিধি সম্পর্কে খোঁজখবর রাখতেন। জাহেদ সাহেব কোন বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন? এ বাহিনীর সদস্যরা কোথায় প্রশিক্ষণ নিয়েছিল? উক্ত বাহিনী সম্পর্কে তিনটি বাক্য লেখ উত্তর : জাহেদ সাহেব গেরিলা বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন। এ বাহিনীর সদস্যরা ভারতে প্রশিক্ষণ নিয়েছিল। গেরিলা বাহিনী সম্পর্কে তিনটি বাক্য হলো- ১ . সংগঠনগত ভাবে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন মিলে ১১ হাজার সদস্যের গেরিলা বাহিনী গঠন করে ২ . গেরিলা বাহিনী 'অ্যাকশন গ্রম্নপ' ও 'ইন্টেলিজেন্স গ্রম্নপ'- এ বিভক্ত ছিল। ৩ . 'অ্যাকশন গ্রম্নপ' অস্ত্র বহন করত এবং সম্মুখযুদ্ধে অংশ নিত ও 'ইন্টেলিজেন্স গ্রম্নপ' শত্রম্নপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত। প্রশ্ন-৩. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ জুলাই একটি বাহিনী গঠন করা হয়। বাহিনীটির নাম কী? বাহিনীটি কয়টি ব্রিগেড ফোর্সে বিভক্ত ছিল? বাহিনীটির সম্পর্কে তিনটি বাক্য লেখ। উত্তর : বাহিনীটির নাম মুক্তিবাহিনী। মুক্তিবাহিনী তিনটি বিগ্রেড ফোর্সে বিভক্ত ছিল। মুক্তিবাহিনীর সম্পর্কে তিনটি বাক্য হলো- এ বাহিনীর প্রধান ছিলেন জেনারেল আতাউল গণি ওসমানী। এ বাহিনী যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সারাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে। এ বাহিনীকে নিয়মিত ও অনিয়মিত বাহিনীতে ভাগ করা হয়েছিল। প্রশ্ন-৪. মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যে বাংলাদেশে একটি সরকার গঠিত হয়। এ সরকার কী নামে পরিচিত ছিল? এ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুক্তিযুদ্ধে এ সরকারের ভূমিকা তিনটি বাক্যে লেখ। উত্তর : এ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত ছিল। সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সরকারের ভূমিকা সম্পর্কে তিনটি বাক্য হলো- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় মুক্তিবাহিনী গঠন করে। এ সরকারের অনুপ্রেরণায় অগণিত মানুষ দেশকে মুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ও সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।