ড্যাফোডিলে পুরস্কার বিতরণ

প্রকাশ | ২৭ জুলাই ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 'বইপড়া প্রতিযোগিতা'র চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসমাত জাহান নাবিলা, প্রথম রানার আপ হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তানজিনা আক্তার তৃষা এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকতেদার ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাংলা ভাষার বিশিষ্ট কথাসাহিত্যক প্রফেসর আনোয়ারা সৈয়দ হক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান। বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. গোলাম মওলা চৌধুরী, লাইব্রেরিয়ান ড. মো. মিলন খান ও ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসান খান প্রমুখ। পুরস্কার বিতরণের পর অতিথিরা 'ডিআইইউ রিডার্স ক্লাবে'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নবগঠিত রিডার্স ক্লাবের মডারেটর নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক ফারজানা ইয়াসমিন। উলেস্নখ্য, গত বছর শুরু হওয়া বই পড়া প্রতিযোগিতাটি মোট ৬টি পর্ব পেরিয়ে আজ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতায় ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।